পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

বুধবার, ২৮ নভেম্বর, ২০১২

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে? দু:শ্চিন্তার কিছু নেই.....

আপনার অতি গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়পত্রটি হারিয়ে গেছে? খুব দু:শ্চিন্তায় আছেন? আবার সংগ্রহ করা প্রয়োজন? এই কাজটি আপনি খুব সহজেই এখন উপজেলা নির্বাচন অফিস থেকে করে নিতে
পারেন একেবারে বিনে পয়সায়। প্রথমে থানায় একটা জিডি করে নিন। এবার নিচের লিঙ্ক থেকে আবেদন ফরম ডাউনলোড করে নিন অথবা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করে পূরণ করে জমা দিন। ১ মাসের মধ্যে ঢাকা থেকে আইডি কার্ড তৈরি হয়ে চলে আসবে উপজেলা নির্বাচন অফিসে।
ফরম এবং নিয়মাবলী ডাউনলোড করুন এখান থেকে।
লিংক এর উপর মাউসের ডান বাটনে ক্লিক করে Save link as এ ক্লিক করুন।

Tags: National ID card, NID, Voter ID card, ভোটার আইডি কার্ড

৩টি মন্তব্য:

kamrujjaman বলেছেন...

ভোটার আইডি কার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের জন্য অনেক অনেক ধন্যবাদ, রউফ সাহেব।
প্রশান্ত কুমার বিশ্বাস
ইমেইল আইডি: proshanta1967@gmail.com

নামহীন বলেছেন...

ভাই রউফ, আপনার সহযোগিতা ও পরিশ্রম অতুলনীয়, আপনি যে শ্রম দিয়ে সকলের কাছে বিভিন্ন তথ্য শেয়ার করছেন তার কোন বিনিময় হয়তো কোনদিন পাবেন না। তার পরেও এগিয়ে যার সামনে দিকে। এই কামনা

বিদ্যুৎ কুমার দাশ বলেছেন...

মোমেন ভাইি আপনার এরকম উদ্যোগ, সত্যিই মানব সেবার চেয়ে কম নয়। আপনি এগিয়ে যান, সকলের দোয়া রইল।

বিদ্যুৎ কুমার দাশ,মোবাঃ- ০১৭১২ ৬১৬৪১৫,
সঃশিঃ,(যুগ্ম স্ধারন সম্পাদক,বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি)দক্ষিণসুারমা,সিলেট।
প্রেষনে - কম্পিউটার কাজে,উপজেলা শিক্ষা অফিস,
দক্ষিণসুারমা,সিলেট।