পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২

PDF ফাইল ভেঙে ফেলুন (Split) আবার জোড়া লাগান (Merge)

পিডিএফ ফাইল থেকে যদি একটা পাতা আলাদা (Split) করতে হয় তাহলে কী করবেন? অথবা যদি কয়েকটি পিডিএফ ফাইল একত্রীকরণ (Merge) করতে হয় তখন কী করবেন? অসাধারণ একটি
সফটওয়্যার আছে এই কাজগুলো করার জন্য। সফটওয়্যারটির নাম Advanced PDF Utilities Free - 5.0.6. 
ডাউনলোড করুন এখান থেকে (7 MB)
Advanced PDF Utilities Free 
 Advanced PDF utilities দিয়ে একই সাথে অনেকগুলো কাজ করা যায়:
১। পিডিএফ ফাইলকে JPEG ফরমেটে  কনভার্ট করা যায়
২। পিডিএফ ফাইলকে টেক্সট .txt এবং ওয়ার্ডে কনভার্ট করা যায়
৩। একাধিক পিডিএফ ফাইলকে একত্রীকরণ করা যায়
৪। একটি ফাইলের একাধিক পাতাকে আলাদা আলাদা পিডিএফ ফাইল করা যায়
৫। স্ক্যান করা যায় পিডিএফ ফরমেটে
৬। পিডিএফ ফাইল খোলার জন্য পাসওয়ার্ড দেয়া যায়



আরো একটি সফটওয়্যার রয়েছে Sep PDF মাত্র 150 কিলোবাইট। এটা পোর্টেবল তাই ইন্সটল করতে হয় না। তবে এটা দিয়ে শুধু ভাঙা যায় জোড়া লাগানো যায় না। ডাউনলোড করুন এখান থেকে

Software ডাউনলোড করতে না চাইলে অনলাইলেই কাজগুলো করতে পারেন এখানে ক্লিক করে
Tags: PDF, পিডিএফ, Split PDF File, Merge PDF File

1 টি মন্তব্য:

নামহীন বলেছেন...

বর্তমানে কয়েকটি পেইজ এক করে জুড়িয়ে মেইল পাঠায় তখন প্রিণ্ট করতে সমস্যা হয় । এই সফটয়্যার ব্যবহার করে সেই পৃষ্ঠা গুলো মার্জ করে নিয়ে একটি একটি করে প্রয়োজনীয় পাতা প্রিন্ট করা সম্ভব হবে। আমি নিজে ও আগে জানতাম না। এখন জানতে পেরে উপকৃত হয়েছি। তোমার দীর্ঘ জীবন কামনা করি।