পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১২

ওয়ার্ডে File Menu তে রিসেন্ট ফাইলের সংখ্যা বাড়াতে হলে..

এমএস ওয়ার্ডে ফাইল নিয়ে কাজ করলে সর্বশেষ যে ফাইলগুলো নিয়ে কাজ করা হয়েছে এ রকম ৪টি ফাইলের নাম File Menu তে নিচের দিকে থাকে। কোন লোকেশন থেকে ফাইল ওপেন করা হয়েছে মনে
না থাকলেও এখান থেকে ক্লিক করেই সেই ফাইলটে প্রবেশ করা যায়। এ সংখ্যাটা একটু বাড়িয়ে নিলে আমাদের কাজে সুবিধা হয়। এটি করতে চাইলে Tools Menu >> Options >> General >> Recently Used File List এর বামপাশে টিক চিহ্ন না থাকলে দিয়ে দিন আর ডানপাশে বক্সের ভিতর 9 টাইপ করে দিন। এবার থেকে সর্বশেষ ব্যবহৃত ৯টি ফাইলের তালিকা পাবেন।

কোন মন্তব্য নেই: