অডিও সিডি থেকে অন্যান্য সিডির মতো গান কম্পিউটারে কপি করলে সেগুলো চলে না। কারণ সেগুলো একটা ভিন্ন ফরমেটে থাকে। আমরা যদি অডিও সিডি থেকে mp3 ফরমেটে গানগুলোকে কম্পিউটারে
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১২
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১২
ওয়ার্ডে লেখার সাথে অদ্ভুত কিছু চিহ্ণ দেখা যাচ্ছে?
কখনো কি এরকম হয়েছে যে আপনার লেখার পাশে কিছু অদ্ভুত চিহ্ন দেখা যাচ্ছে অথবা স্পেস দিলে বা ট্যাব চাপলেও কিছু একটা স্ক্রীনে দেখা যাচ্ছে? অর্থাৎ নিচের মতো দেখায়
ওয়ার্ডে File Menu তে রিসেন্ট ফাইলের সংখ্যা বাড়াতে হলে..
এমএস ওয়ার্ডে ফাইল নিয়ে কাজ করলে সর্বশেষ যে ফাইলগুলো নিয়ে কাজ করা হয়েছে এ রকম ৪টি ফাইলের নাম File Menu তে নিচের দিকে থাকে। কোন লোকেশন থেকে ফাইল ওপেন করা হয়েছে মনে
সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১২
ওয়ার্ডে পেজ সেটআপ করার পর বুঝা যাচ্ছে না জায়গা কতটুকু (Text Boundaries )
এমএস ওয়ার্ডে পেজ সেটআপ করার পর আপনি কাজ করার সময় বুঝতে পারছেন না যে আপনার লেখার জন্য নির্ধারিত স্থান কতটুকু। অর্থাৎ মার্জিন কতটুকু আছে সেটা বুঝা যাচ্ছে না। আপনি যদি দেখতে চান তাহলে Tools Menu >> Options >> View >> Text Boundaries এর বামপাশে টিক চিহ্ন দিয়ে দিন। ব্যাস হয়ে গেলো।
অফিস 2007 বা পরের ভার্শন এর জন্য:
Office বাটন ক্লিক করে Word option এ ক্লিক করে বামপাশের Advance এ ক্লিক করে ডানপাশে Show document content এর অধীনে Show Text Boundaries এর বামপাশের টিক চিহ্ন দিয়ে দিন।
অফিস 2007 বা পরের ভার্শন এর জন্য:
Office বাটন ক্লিক করে Word option এ ক্লিক করে বামপাশের Advance এ ক্লিক করে ডানপাশে Show document content এর অধীনে Show Text Boundaries এর বামপাশের টিক চিহ্ন দিয়ে দিন।
এমন ফাইল খুঁজছেন যে ফাইলের নাম ভুলে গেছেন?
পূর্বে কাজ করেছেন এমন একটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনার প্রয়োজন কিন্তু খুঁজে পাচ্ছেন না। কী করবেন?
শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১২
ওয়োর্ডের ডকুমেন্ট খুললে পরিচিত চেহারাটা দেখতে পাচ্ছেন না?
এমএস ওয়ার্ড খুললেন কিছু লিখবেন অথবা কোন ডকুমেন্ট এডিট করবেন। কিন্তু দেখলেন পেজটা যেরকম দেখানোর কথা সেরকম দেখাচ্ছে না অর্থাৎ সঠিক লেআউটে নেই। লে-আউট ঠিক করলেই দেখবেন চিরচেনা চেহারা ফিরে এসেছে। এ কাজটা করতে চাইলে View Menu > Print Layout এ ক্লিক করুন।
শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১২
BTCL বা BTTB বা T&T লাইন দিয়ে ইন্টারনেট চালান..
আপনার অফিস বা বাসায় যদি BTCL বা BTTB বা T&T লাইন থাকে আর আপনার কম্পিউটার বা ল্যাপটপে যদি এ লাইন ব্যবহার করার মতো মডেম থাকে অর্থাৎ আপনার টেলিফোন সেটে লাইন ইন
আপনার পিসির বিস্তারিত তথ্য জেনে নিন..
আপনার পিসি কোন অপারেটিং সিস্টেমে চলে, র্যাম কত, কোন ব্র্যান্ডের, কোন মডেলের বায়োসের ভার্শন কত ইত্যাদি অনেক কিছুই জানার প্রয়োজন হতে পারে। এটা জানার জন্য একটি শর্টকাট তৈরি করে নিন ডেস্কটপে
উইন্ডোজের অটো আপডেট বন্ধ করুন, ঝামেলা থেকে বাচুঁন..
আমরা প্রায় সকল কম্পিউটার ব্যবহারকারীই অরিজিনাল উইন্ডোজ ব্যবহার করিনা বাজার থেকে ৩০ টাকা দিয়ে সিডি কিনে ইন্সটল করি। ফলে উইন্ডোজ আপডেট হলে তা ধরা পড়ে যায় এবং পূনরায় সিস্টেম
উইন্ডোজ ৭ এ একাধিক ফাইল সিলেক্ট করুন মজার উপায়ে
আমরা সাধারণত একাধিক ফাইল বা ফোল্ডার সিলেক্ট করার জন্য Ctrl বাটন চেপে ধরে মাউস দিয়ে ক্লিক
শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১২
অফিস ২০০৭ এ কাজ করে ফাইল সেভ করুন যেন অফিস ২০০০ বা ২০০৩ তে খুলে
আপনি যদি অফিস ২০০৭ ব্যবহার করেন তাহলে আপনার সেভ করা কোন ডকুমেন্ট যদি অন্য কোন পিসিতে নিয়ে যান আর সেটি যদি অফিস ২০০৭ সেটআপ করা না থাকে অর্থাৎ যদি অফিস ২০০০
ওয়ার্ডে ডকুমেন্টের বামপাশে হিজিবিজি লেখা দেখাচ্ছে?
আপনি যখন কোন ডকুমেন্ট খুললেন দেখা গেল নিচের ছবিটির মতো দেখাচ্ছে।
Windows 7 setup (উইন্ডোজ ৭ সেটআপ) দেয়ার নিয়ম (ছবিসহ)
Windows 7 সেটআপ দেয়ার আগে জেনে নিতে হবে আপনার কম্পিউটারে এটা চলবে কিনা?
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১২
ডেস্কটপের আইকনগুলো যদি সিলেক্ট হয়ে থাকে সবসময় তাহলে?
জানা অজানা বিভিন্ন কারনে মাঝে মাঝে ডেস্কটপের শর্টকাট আইকনগুলো সিলেক্ট হয়ে থাকে। ফলে ডেস্কটপ আইকনগুলোর পেছনে এক ধরনের নীল রং হয়ে থাকে।
ওয়ার্ডে টেবিলের হেডিং প্রতি পাতায় আনতে হলে..
ওয়ার্ডে টেবিলে কাজ করার সময় যদি একটি টেবিল একাধিক পাতায় থাকে তাহলে ঐ টেবিলের হেডিং
এক্সেলে ডকুমেন্টের পাতার নিচে পাতা নম্বর, ফাইল নেম এন্ড পাথ দিতে হলে..
এক্সেলে করা কোন ডকুমেন্টের ফুটারে যদি পাতা নম্বর বা ফাইলের নামসহ লোকেশন দিতে হয় তাহলে
বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১২
বিভিন্ন সেল ফোন কোম্পানীর ইন্টারনেট প্রোফাইল
মোবাইলে বা কম্পিউটারে ইন্টারনেট চালু করতে হলে মোবাইল কোম্পানী থেকে নির্দিষ্ট একটি প্রোফাইল এসএমএস এর
your computer might be at risk এই মেসেজ থেকে মুক্তি পেতে
your computer might be at risk এই মেসেজ যদি আপনার পিসিতে দেখতে পান তাহলে ভয় পাবেন না। এটা যেন আর না আসে সে ব্যবস্থা করে দিন।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)