পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়* 2:36:31 PM - Thursday, March 27, 2025

রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকা-১০০০ হতে স্বাস্থ্য কার্ড গ্রহণ

সরকারি কর্মচারী হাসপাতাল স্বাস্থ্য কার্ড
-----------------------------------------
যে হাসপাতালের জন্য প্রযোজ্য:

সরকারি কর্মচারী হাসপাতাল,
ফুলবাড়িয়া, ঢাকা-১০০০

ঢাকা বিশবিদ্যালয়ের সুফিয়া কামাল হলের পাশেই ফোনিক্স রোডের ফুলবাড়িয়া বংগবাজারের অবস্থিত। 


এই হাসপাতাল থেকে সরকারি কর্মচারীরা প্রায় বিনামূলে চিকিৎসা সেবা পেয়ে থাকেন। এতদিন এই হাসপাতাল থেকে সরকারি কর্মচারীরা সেবা গ্রহণ করতে চাইলে শুধুমাত্র নিজের আইডি কার্ড প্রদর্শন করলেই হতো। কিন্তু এখন নিয়ম পরিবর্তন করা হয়েছে। এখন হাসপাতাল থেকে স্বাস্থ্য কার্ড সংগ্রহ করে স্বাস্থ্য সেবা গ্রহণ করা যাবে।

যারা আগে থেকে সেবা গ্রহণ করে আসছেন তারা ২৮/০২/২০২৫ তারিখের মধ্যে তাদের স্বাস্থ্য কার্ড সংগ্রহ করে সেবা গ্রহণ করবেন।

 
আর অন্য সকল কর্মচারী বছরের যেকোনো সময় এই কার্ড সংগ্রহের আবেদন করতে পারবেন।

আবেদন যে কারো মাধ্যমে জমা দেওয়া যাবে। তবে গ্রহণ করার জন্য নিজে যেতে হবে। 

পিআলএল ভোগরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীগণও কার্ড গ্রহণ করতে পারবেন।

নিজে, স্বামী-স্ত্রী, সন্তান (২৫ বছর পর্যন্ত), মা-বাবা, শশুর-শাশুরীর জন্য আবেদন করা যাবে। 

এখানে সকল ধরনের টেস্ট (পরীক্ষা) ফ্রি।  

 এই হাসপাতালের সেবার মান প্রাইভেট হাসপাতালের চেয়ে কোনো অংশেই কম নয়। সরকারি কর্মচারীদের প্রায় সকল সেবাই বিনামূল্যে দেওয়া হয়। অনেকে বলে থাকেন, সরকারি হাসপাতালে বেসরকারি ছোঁয়া।

এই স্বাস্থ্য কার্ড শুধুমাত্র সরকারি কর্মচারি হাসপাতালের জন্য প্রযোজ্য। এই একটিমাত্র হাসপাতাল ছাড়া অন্য কোনো হাসপাতালে এই কার্ড নিয়ে সুবিধা গ্রহণ করা যাবেনা। 

 

 

আবেদন করার জন্য ফরম ডাউনলোড করা যাবে এখান থেকে 

 

1 টি মন্তব্য:

নামহীন বলেছেন...

সুন্দর উপস্থাপন