পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

সোমবার, ১০ অক্টোবর, ২০২২

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড টিকা প্রদান সংক্রান্ত

 


আগামি ১১/১০/২০২২ তারিখ হতে ১৩ কার্যদিবসব্যাপী ক্যাম্পেইন শুরু হবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা প্রদানের জন্য। স্বাস্থ্য বিভাগের অনলাইন মিটিং থেকে যা জানা গেছে তা উল্লেখ করছি।

** প্রত্যেক শিশু অনলাইনে সুরক্ষা এ্যাপ অথবা সুরক্ষা ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে টিকা কার্ড স্কুলে নিয়ে আসতে হবে।

** কারো যদি অনলাইন জন্ম নিবন্ধন না থাকে তাদের টিকা দেওয়া যাবে তবে তাদের পরবর্তী টিকার ডোজ পেতে সমস্যা হবে। কারন পরবর্তীতে জন্ম নিবন্ধন করে তার তথ্য যেদিন অনলাইনে আপডেট করা হবে সেদিন হবে ৬০ দিন গণনা শুরু হবে। তাছাড়া সে শিশু টিকা সনদও পাবে না। 

** ১২ দিন স্কুল পর্যায়ে টিকা প্রদান করা হবে। নিজ বিদ্যালয়ে টিকা গ্রহণ করতে না পারলে পাশ্ববর্তী বিদ্যালয়ে গিয়ে টিকা গ্রহণ করতে পারবে। তাছাড়া ১৩তম দিনে বাদপড়া শিশুদের কমিউনিটিতে টিকা প্রদান করা হবে। 

** জন্ম নিবন্ধনে ইংরেজি নাম আপডেট না থাকলে টিকা কার্ডে না আসবে না। অথবা যেভাবে সার্ভারে আছে সেভাবেই আসবে। সেক্ষেত্রে সুরক্ষা এ্যাপে রেজিস্ট্রেশন  করতে কোনো সমস্যা হবেনা। টিকা গ্রহণ করতেও কোনো সমস্যা হবেনা। যদি পরবর্তীতে ইংরেজি নাম জন্মনিবন্ধন সার্ভারে সংশোধন করা হয় এবং টিকা সনদ জরুরী হয় তবে জেলা আইসিটি অফিসার, জেলা প্রশাসকের কার্যালয়- এ যোগাযোগ করে টিকা সনদে নাম আপডেট করা যাবে।

** টিকা শিশুর শরীরে প্রবেশ করানো পূর্বে এ সংক্রান্ত স্বাস্থ্য বিভাগের সার্ভারে আপলোড করতে হবে। এই কাজটি টিকা প্রদানের দিন সংশ্লিষ্ট বিদ্যালয়ের কোনো একজন শিক্ষক করবেন। তিনি তার এনড্রয়োড ফোনে একটি এ্যাপের মাধ্যেমে শিশুর সুরক্ষা টিকা কার্ডের নিচের দিকে থাকা QR CODE স্ক্যান করে তথ্য আপডেট করবেন। এর জন্য উপজেলা শিক্ষা অফিস থেকে বিদ্যালয়ে একটি আইডি এবং পাসওয়ার্ড সরবরাহ করা হবে। এই কাজটি ল্যাপটপ থেকে করা সম্ভব হবেনা।

এ্যাপ ডাউনলোড করার লিংক: --- https://tinyurl.com/surokkhaapk

এ্যাপটি প্লে স্টোরে পাওয়া যাবেনা এবং এই এ্যাপ শুধুমাত্র শিক্ষকদের জন্য। সাধারণ জনগণ সুরক্ষা এ্যাপ থেকে টিকার জন্য রেজিস্ট্রেশন করবেন।

** এ্যাপ ডাউনলোড করে ইন্সটল করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সেখানে QR CODE স্ক্যান করার অপশন থাকবে। কোডটি ফোনের ক্যামেরার মাধ্যমে স্ক্যান করলে শিশুর তথ্য দেখা যাবে। সেখান থেকে টিকা প্রদান করুন এ টাচ করে আপডেট করতে হবে। তারপর শিশু টিকা গ্রহণ করবে। 

** শিশুর সুরক্ষা এ্যাপে রেজিস্ট্রেশন তার পরিবার অথবা বিদ্যালয় যেকোনো মাধ্যমে সম্পন্ন করা যাবে। টিকা কার্ডের প্রিন্ট কপি অবশ্যই লাগবে।

অনুগ্রহ করে কপি না করে শেয়ার করুন। কপি করলে পরবর্তীতে লেখা আপডেট হলে সেটা আর কারো কাছে পৌঁছায় না। তথ্য সংগ্রহ করা, লিপিবদ্ধ করা খুব কষ্টসাধ্য। কপি করার মধ্যে কোনো কৃতিত্ব নেই।

Tags: Covid, Vaccine, কোভিড টিকা, টিকা সনদ


কোন মন্তব্য নেই: