পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়* 9:23:02 AM - Thursday, March 27, 2025

শনিবার, ১৩ জুন, ২০১৫

মাদারবোর্ডের ড্রাইভার ডাউনলোড করার জন্য জেনে নিন তার উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং মডেল নাম্বার

মাদারবোর্ডের ড্রাইভার হারিয়ে গেলে অথবা নতুন করে অপারেটিং সিস্টেম সেট আপ দেয়ার পর ড্রাইভার প্রয়োজন হলে আমরা ড্রাইভার উনলোড করার জন্য ইন্টারনেটের সাহায্য নিয়ে থাকি। কিন্তু সঠিক মডেল নাম্বার না হলে শুধু ঘাটাঘাটি করেই সময় নষ্ট হয়ে যাবে কিন্তু ড্রাইভার আর পাওয়া যাবে না। তাই এটি আগে বের করে নিতে হবে। এটা
করা যায় একটি মাত্র কমান্ড দিয়ে। Rum কমান্ড এ গিয়ে dxdiag টাইপ করে এন্টার দিন অথবা স্টার্ট ম্যানু /স্টার্ট স্ক্রীন  এ গিয়ে টাইপ করুন dxdiag । উপরের দিকে dxdiag.exe আইকন আসবে। সেখানে ক্লিক করলেই DirectX diagnostic Tool চালু হবে। সেখান থেকে তথ্য সংগ্রহ করে গুগল মামার সাহায্য নিন। তখন আর এখানে সেখানে খুঁজতে হবে না আপনার ড্রাইভার সাহেবদের।



কোন মন্তব্য নেই: