পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়* 8:38:17 AM - Thursday, March 27, 2025

রবিবার, ১৮ জানুয়ারী, ২০১৫

সন্তান কর্তৃক পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রণীত আইন ২০১৩

সন্তান কর্তৃক পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার একটি আইন প্রনয়ণ করেছে। কোন পিতা মাতা এই আইনের দ্বারস্থ হবেন কিনা আমরা জানিনা। তারা যত কষ্টেই থাকেন না কেন সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে কাঠগড়ায় দাঁড় করাতে চান না। তারপরও যদি কোন পিতা-মাতা মনে করেন আইনের মাধ্যমে তাদের অধিকারটা যেন নিশ্চিত হয় তাদের জন্যই এই আইন।

কোন মন্তব্য নেই: