Gmail এ সাইন ইন করলেই Inbox এর পাশে বন্ধনীর ভেতরে সংখ্যা দেখতে পাওয়া যায় যা দ্বারা কতটি মেইল না পড়া অবস্থায় রয়েছে অর্থাৎ এ পর্যন্ত পড়া হয়নি সেটা বুঝায়। সেক্ষেত্রে এমন কিছু
মেইল থাকে যেগুলো অনেক আগেই ইনবক্সে এসেছে কিন্তু পড়া হয়নি। এই না পড়া মেইলগুলো খুঁজে বের করে পড়া কিংবা মুছে ফেলা একটি বিরক্তিকর কাজ। এর একটি বড় কারণ হচ্ছে ইন্টারনেটের ধীর গতি। একটি ছোট ট্রিকস ব্যবহার করে সহজেই শুধুমাত্র না পড়া মেইলগুলোকে একসাথে নিয়ে আসা যায়। তার জন্য যা করতে হবে তা হলো Gmail এর Search বক্সে হুবহু টাইপ করতে হবে is:unread এবং Search Mail এর ক্লিক করতে হবে। ব্যাস, এখন শুধুমাত্র না পড়া মেইলগুলো আপনার সামনে হাজির হবে।
মেইল থাকে যেগুলো অনেক আগেই ইনবক্সে এসেছে কিন্তু পড়া হয়নি। এই না পড়া মেইলগুলো খুঁজে বের করে পড়া কিংবা মুছে ফেলা একটি বিরক্তিকর কাজ। এর একটি বড় কারণ হচ্ছে ইন্টারনেটের ধীর গতি। একটি ছোট ট্রিকস ব্যবহার করে সহজেই শুধুমাত্র না পড়া মেইলগুলোকে একসাথে নিয়ে আসা যায়। তার জন্য যা করতে হবে তা হলো Gmail এর Search বক্সে হুবহু টাইপ করতে হবে is:unread এবং Search Mail এর ক্লিক করতে হবে। ব্যাস, এখন শুধুমাত্র না পড়া মেইলগুলো আপনার সামনে হাজির হবে।
1 টি মন্তব্য:
we use gmail service everyday. It has become part and parcel of many people. your Article will help those people to use this easily.
একটি মন্তব্য পোস্ট করুন