পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

শনিবার, ২২ জুন, ২০১৩

মাইক্রোসফট এক্সেলে নির্দিষ্ট সেল, কলাম বা রো লক করে রাখুন

কিছু কিছু এক্সেল ফাইল যেগুলোতে জরুরী সূত্র দেয়া থাকে। সেই সেল, কলাম বা রো পরিবর্তন বা মুছে ফেললে সমস্যা হতে পারে বড় ধরণের। সেই ফাইলের নির্দিষ্ট অংশটুকু লক রাখা যায় খুব
সহজেই।
নিম্নের ধাপেগুলো অনুসরণ করতে  হবে:
  • প্রথমে পুরো ওয়ার্কশীট সিলেক্ট করে Right Click করে Format cell এ ক্লিক করতে হবে।
  • Protection ট্যাব থেকে Locked এর বাম পাশে সিলেকশন উঠিয়ে দিয়ে ওকে ক্লিক করে বেরে হয়ে আসতে হবে। 
  • এবার Ctrl বাটন চেপে ধরে যে সেল, কলাম বা রো লক করে রাখা প্রয়োজন সেগুলো সিলেক্ট করতে হবে। 
  • এবার আবার Right Click করে Format cell এ ক্লিক করতে হবে।
  • Protection ট্যাব থেকে Locked এর বাম পাশে টিক চিহ্ন দিয়ে ওকে ক্লিক করে বেরে হয়ে আসতে হবে। 
  • অফিস 2003 বা এর পূর্বের ভার্শনে Tolls Menu>>> Protection থেকে আর 2007, 2010 বা 2013 ভার্শনে Review ট্যাব থেকে Protect Sheet এ ক্লিক করতে হবে। 
  • Protect Worksheet & Content of locked Sheet এ টিক চিহ্ন না থাকলে দিতে হবে
  • ইচ্ছেমতো পাসওয়ার্ড দিয়ে ওকে করে বের হয়ে আসতে হবে
  • এবার দেখুন নির্দিষ্ট যায়গায় শুধু ক্লিক করে সিলেক্ট করা যায় কিন্তু পরিবর্তন করা যায়না।




Tags: এসএম এক্সেল, মাইক্সোসফট এক্সেলে সেল লক করা, How to lock cell, row or column in Ms excel, microsoft excel cell, row, column lock, protect row, cells or column, কীভাবে সেল করা যায়?,

৪টি মন্তব্য:

Unknown বলেছেন...

ধন্যবাদ আপনাকে। এ বিষয়টি আমার মোটেই জানা ছিল না। সত্যিই, আজ একটা নতুন বিষয় শিখলাম। এটি আমার বেশ কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ রউফ ভাই।

Rajib বলেছেন...

ধন্যবাদ এই পোষ্টটির জন্য। উপকৃত হলাম।

Rajib বলেছেন...
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
Rouf Momen বলেছেন...

Rajib আপনাকে ধন্যবাদ