পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

বুধবার, ২০ মার্চ, ২০১৩

Email এ ‍Signature যোগ করুন

ইমেইলে Signature বলতে আমরা কাগজে যে স্বাক্ষর করি সেটার মতো কিছু না। এই Signature হচ্ছে আপনার পাঠানো মেইলের নিচের দিকে কিছু লেখা নিজে থেকেই যোগ হয়ে যাবে যা আপনি
চান। আর এই লেখাগুলোকেই Signature বলে। যেমন আপনি ইচ্ছে করলে আপনার নাম, পদবী, ঠিকানা এবং ফোন নম্বর যোগ করতে পারেন আবার এটাও লিখে রাখেতে পারেন ‘Please open the attached file & take necessary action' Thanks.
তো এই কাজটি করতে হলে Gmail  যা করতে হবে তা হল:

প্রথমেই জিমেইল এর লগ ইন পেজ এ (www.gmail.com) গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। তারপর




ডানদিকের উপরে settings নামে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করুন । অথবা গিয়ার চাকার মতো একটা আইকন পাবেন সেখান থেকে settings এ ক্লিক করতে হবে।
সেখানে General ট্যাব এ ক্লিক করে নিচের ছবির মতো Signature এর অপশনটি সিলেক্ট করে বক্সটিতে আপনার পছন্দমতো যা ইচ্ছে লিখে নিচের দিকে Save Changes এ ক্লিক করে সেভ করে নিন। এবার নতুন মেইল কম্পোজ করে দেখুন সেখানে আপনার লেখাটি নিজে থেকেই চলে আসবে।





Yahoo mail এর ক্ষেত্রে:
www.yahoomail.com এ প্রবেশ করে আপনার মেইলে লগ ইন করে নিন। এবার ডানপাশের গিয়ার এ মতো আইকনে ক্লিক করে Mail options এ ক্লিক করতে হবে। এবার বামপাশের Signature ট্যাব এ ক্লিক করতে হবে। নিচের ছবির মতো সেটিংস পরিবর্তন করে ইচ্ছেমতো টেক্সট যোগ করে নিন।
এবার সেভ করে নিন।


Tag: add signature in mail, e-mail এ স্বাক্ষর যোগ করুন, সিগনেচার যোগ করুন ইমেইলে



কোন মন্তব্য নেই: