পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

ভোটার হতে পারেননি? ভোটার এলাকা পরিবর্তন করা প্রয়োজন?

সারদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান, কোথাও কোথাও কার্যক্রম সম্পন্ন হয়েছে। ঝামেলার কারণে হোক আর যে কারণেই হোক আপনি এখনো ভোটার হতে পারেননি। আবার কখন
হালনাগাদ কার্যক্রম শুরু হবে তাও জানা নেই। যদি এমন পরিস্থিতিতে পড়ে থাকেন তাহলে হতাশ হওয়ার কিছু নেই। নির্বাচন কমিশন সচিবালয় এ ব্যাপারে একটি পত্র প্রেরণ করেছে তাদের জেলা এবং উপজেলা পর্যায়ের অফিসগুলোতে। সেখানে বলা হয়েছে যেকোন সময় যেকোন ব্যাক্তি ভোটার হওয়ার জন্য আবেদন করলে, ভোটার এলাকা পরিবর্তন করার আবেদন করলে কিংবা কেউ মৃত্যুবরণ করলে নাম কর্তনের আবেদন করলে তা বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পত্রটি ডাউনলোড করে জেনে নিন কী নির্দেশনা রয়েছে এতে।

এখানে ক্লিক করুন অথবা মাউসের রাইট বাটন ক্লিক কেরে Save Link As এ ক্লিক করে সেভ করে নিন।

Tags: ভোটার তালিকা, জাতীয় পরিচয় পত্র, Voter List Update, National Identity Card (NID)

কোন মন্তব্য নেই: