শনিবার, ৬ অক্টোবর, ২০১২
অফিস ২০০৭ বা ২০১০ এ রিবন এ সার্চ অপশন যোগ করুন
আমরা যারা অফিস ২০০৭ বা ২০১০ ব্যবহার করি তারা প্রায়শই বিভিন্ন কমান্ড বাটনগুলো খুঁজে পেতে সময় ব্যয় করি। অনেক সময় তো খুঁজে খুঁজে বিরক্ত হয়ে যাই তবু পাইনা। কারন আগে মেন্যুতে ক্লিক করলেই এসব অপশন পেয়ে যেতাম। অবশ্য যারা অফিস ২০০৭ বা ২০১০ এ মেনু ব্যবহার করি তাদের ঝামেলা একটু কম। যেমন ধরুন Auto Correct Options, এটি অফিস ২০০০ বা ২০০৩ এ Tools Menu তে ছিল কিন্তু খুঁজাখুঁজির ঝামেলা থেকে রেহাই পেতে একটা ছোট (২.১৫ মে.বা) ব্যবহার করতে পারি। নাম RibbonSearch 1.03 । এর সার্চ বক্সের ভিতরে যা লিখবেন তার লোকেশান বলে দিবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন