পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়* 8:43:48 AM - Thursday, March 27, 2025

শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

একটি ভাল ডাউনলোড ম্যানেজার (Download Manager)

যারা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন তাদের তো যেকোন একটি ডাউনলোড ম্যানেজার ব্যবহার
করা একপ্রকার বাধ্যতামূলক। আর যারা অন্য কোন ব্রাউজার ব্যবহার করেন তারাও সুবিধার জন্য ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন। ডাউনলোড ম্যানেজার হিসেবে ‘ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার’ বা আইডিএম খুব ভাল। কিন্তু সমস্যা হলো এটা ফ্রি নয়। ফলে ট্রায়াল ভার্শন ব্যবহার করতে হয়। এ সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন ‘ফ্রি ডাউনলোড ম্যানেজার’ বা এফ ‘এফডিএম’। ফ্রি হলেও একটি আদর্শ ডাউনলোড ম্যানেজার এর সকল সুবিধাই রয়েছে এতে। ডাউনলোড করুন আশা করি ভাল লাগবে। ক্লিক করুন এখানে। 

Free download Manager, FDM, ফ্রি ডাউনলোড ম্যানেজার

কোন মন্তব্য নেই: