সরকারি চাকরিতে যোগদানের পূর্বে কোনো মহিলা কর্মচারীর সন্তান জন্ম হলে এবং সে সন্তানের বয়স ছয় মাস পূর্ণ না হলে ;তিনি চাকরিতে যোগদান করে মাতৃত্ব ছুটির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে সন্তানের বয়স ছয় মাস হতে যে কয়দিন বাকি রয়েছে সে কয়দিনের জন্য ছুটির আবেদন করতে হবে। উল্লেখ্য এই সন্তান ওই কর্মচারীর কততম সন্তান সেটা বিবেচ্য হবেনা। তাঁর জন্য এটাই প্রথম মাতৃত্ব ছুটি হিসেবে গণ্য হবে।
এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে ২১/০৪/২০২১ তারিখে।