পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়*

শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

খুবই প্রয়োজনীয একটি মোবাইল APP বাংলাদেশ ডিরেক্টরি

এটি একটি অনলাইন মোবাইল এ্যাপ অর্থাৎ ইন্টারনেট সংযোগ সচল থাকলে এটি থেকে প্রয়োজনীয তথ্য পাওয়া যাবে। কী তথ্য আছে এতে?
এই এ্যাপ এ মন্ত্রনালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করার ব্যবস্থা

ই-প্রাইমারী স্কুল সিস্টেম এ আপনার তথ্য আপডেট করে রাখুন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ই-প্রাইমারী স্কুল সিস্টেম এ যেসব শিক্ষক ইতোমধ্যে তাদের তথ্য প্রদান করেছেন এবং অন্য বিদ্যালয়ে বদলি হয়েছেন তারা পুনরায় আর তথ্য প্রদান করতে পারবেন না। সেক্ষেত্রে তথ্যও বদলি করতে হবে নতুন বিদ্যালয়ে অনলাইনে। আবার কোন শিক্ষক আর কর্মরত না থাকলে তাকে সেভাবেই বাদ দিতে হবে। এ বিষয়ে কোনো ধরণের সহযোগিতা প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব।
বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা হলে পৌরসভা (ওয়ার্ড নম্বর সহ), বিদ্যালয়ের ধরণ, বদলির তারিখ, যোগদানের তারিখ এই তথ্যগুলোসহ মন্তব্য করুন অথবা আমার ইনবক্সে দিন।
বদলির ক্ষেত্রে নতুন এবং পুরাতন বিদ্যালয়ের পূর্ণ তথ্য দিবেন।
বিদ্যালয়ের ইউজার নেম ও পাসওয়ার্ড, তথ্য বদলিকৃত বিদ্যালয়ে স্থানান্তর কিংবা একাধিক বিদ্যালয়ে তথ্য থাকলে একটি তথ্য ডিলিট করার জন্য সহযোগিতা চাইতে পারেন।
দয়া করে ফোন নম্বর চাইবেন না কারণ অফিসের কাজ, পারিবারিক ব্যস্ততার মাঝে ফোনে কথা বলতে কষ্ট হয়। সবসময় রিসিভ করাও সম্ভব হয়না। তাছাড়া যারা ফোন করেন তাদের অনেকের সময়জ্ঞান থাকে না।
তথ্য দেয়া না থাকলে দ্রুত ইনপুট করুন।

ফেসবুকে খুঁজে পাবার জন্য নিজের সঠিক পরিচয় দিন অন্যের নিকট

যখন কোন ফেইসবুক ব্যবহারকারীকে ফ্রেন্ডলিস্টে যোগ করার জন্য অথবা অন্য কোনো কারণে খুঁজার জন্য জিজ্ঞাসা করা হয় আপনার ফেইসবুক আইডি কী অথবা কী নামে ব্যবহার করেনে? তিনি হুট করে বলে দেন ফেইসবুকে আমার নাম