পৃষ্ঠাসমূহ

*এখন ঢাকায় তারিখ ও সময়* 7:26:21 PM - Monday, March 31, 2025

সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

MS Excel এ দুই বা ততোধিক সেলের তথ্য এক কলামে মার্জ করা

মাইক্রোসফট এক্সেলে দুই বা ততোধিক সেলে কোনো তথ্য থাকলে কখনো কখনো সেগুলোকে একটি সেলে নিয়ে আসতে হয়। যদি Merge Cells কমান্ড এপ্লাই করা হয় তাহলে শুধুমাত্র ্প্রথম সেলের তথ্য থাকবে পরের সেলের তথ্যগুলো ডিলিট হয়ে যাবে। তাই এই কমান্ড দিয়ে কাজটি করা সম্ভব নয়। সেক্ষেত্রে সুন্দর একটি ফরমুলা রয়েছে এই কাজটি করার জন্য।

যদি আপনার তথ্যগুলো A2, B2 এবং C2 সেলে থাকে তাহলে সূত্রটি হবে নিম্নরূপ:

=A2&" "&B2&" "&C2

বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

২০২২ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য পাঠ পরিকল্পনা ও ক্লাস রুটিন প্রেরণ (০৫.০১.২০২২)

 কোভিড-১৯ পরিস্থিতিতে ২০২২ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য ০৫.০১.২০২২ তারিখে পাঠ পর্যায়ে পাঠ পরিকল্পনা ও ক্লাস রুটিন প্রেরণ করা হয়েছে।

১। ক্লাস রুটিন ২০২২

২। বাংলা

৩। ইংরেজি

৪। গণিত

৪। প্রাথমিক বিজ্ঞান

৫। বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৬। ইসলাম ও নৈতিক শিক্ষা

৭। হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

৮। খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা

০৯। বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা