প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উন্নীত স্কেলে (গ্রেড-১৩) বেতন নির্ধারণের জন্য অপশন যুক্ত করা হয়েছে IBAS++ সফটওয়্যারে।
এই বেতন নির্ধারণের কার্যক্রম সম্পন্ন হবে হিসাবরক্ষণ অফিসারের কার্যালয় থেকে। অর্থাৎ প্রয়োজনীয়
তথ্য এবং কাগজপত্রাদি দাখিল সাপেক্ষে হিসাবরক্ষণ অফিসার তাঁর আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে উন্নীত স্কেলে বেতন নির্ধারণ করবেন।https://ibas.finance.gov.bd/ibas2/Fixation এই ওয়েবসাইট থেকে শিক্ষকগণ নিজে ফিক্সেশন করার কোনো সুযোগ নেই।
আশা করা যায় খুব দ্রুতই কার্যক্রম শুরু করা যাবে।
ছবিগুলো সংগৃহীত:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ