IBAS++ সফটওয়্যারে কীভাবে বেতন নির্ধারণ হবে তার নমুনা মহানিয়ন্ত্রক এর কার্যালয় থেকে IBAS++ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে ০৫/০১/২০২১ তারিখে। খুব শিঘ্রই তা আইবাস++ এ দেখা যাবে।
সেখানে যা যা প্রস্তাব করা হয়েছে :
** ১০/১৬ নয় বরং হবে ১ম/২য় উচ্চতর গ্রেডের জন্য আবেদন। কারণ ১ম উচ্চতর গ্রেড পাওয়ার ৬বছর পর ২য় উচ্চতর গ্রেড পাওয়া যাবে এবং সেটা ১৪বছর পূর্তিতেই পাওয়া যাবে।
** উচ্চতর গ্রেডের কোনো ধাপের সাথে মূল বেতনের ধাপ না মিললে উচ্চতর ধাপে বেতন নির্ধারণ হবে।
** কেউ যদি বর্তমান পদে কোনো টাইমস্কেল/সিলেকশন গ্রেড/উচ্চতর স্কেল না পেয়ে থাকেন তাহলে এই পদে চাকরির মেয়ার ১০ বছর পূর্তির পরের দিন উচ্চতর গ্রেড কার্যকর হবে। তবে যদি সেই তারিখ ১৫/১২/২০১৫ তারিখের পূর্বে হয় তবে তা ১৫/১২/২০১৫ তারিখ হতে কার্যকর হবে।
** যদি কেউ বর্তমান পদে ১টি টাইমস্কেল/সিলেকশন গ্রেড/উচ্চতর স্কেল পেয়ে থাকেন তবে ১ম উচ্চতর গ্রেড পাওয়ার ৬ বছর পূর্তির পরের দিন উচ্চতর গ্রেড কার্যকর হবে। তবে সেই তারিখ যদি ১৫/১২/২০১৫ তারিখের পূর্বে হয় তবে ১৫/১২/২০১৫ তারিখ হতে উচ্চতর গ্রেড কার্যকর হবে।
** যদি কেউ একই পদে ২ বা ততোধিক টাইমস্কেল/সিলেকশন গ্রেড/উচ্চতর স্কেল পেয়ে থাকেন তবে তিনি এই সুবিধা প্রাপ্য হবেন না।
** উচ্চতর গ্রেড বলতে বর্তমানে আহরিত গ্রেডের পরবর্তী উচ্চতর গ্রেড বুঝাবে। পূর্বে সিলেকশন গ্রেড পেলে পরের ২য় উচ্চতর গ্রেড প্রাপ্য হতেন সেটা এখন আর পাওয়া যাবে না। যেমন: আগে কেউ ৯ম গ্রেডে যোগদান করলে ৪বছর পর সিলেকশন গ্রেড পেয়ে ৭ম গ্রেডে বেতন পেতেন। কিন্তু এখন ৯ম থেকে ১০ বছর পূর্তিতে ৮ম গ্রেডে বেতন পাবেন।
Thanks bro for the vital information in advance. Please keep going, The betterment may embraces you always.
উত্তরমুছুন