স্বামী স্ত্রী দুইজনই বেতন গ্রহণ করতেন শিক্ষা সহায়ক ভাতাসহ।
এবার ঘুঘু ফান্দে পরে গেছে।
আবার সন্তানের বয়স কবেই ২৩ পার হয়ে গেছে। জেনে হোক আর না জেনেই হোক মাসের পর মাস শিক্ষা সহায়ক ভাতা নিয়েই চলেছেন। এবার খেমা দেন, আর সুযোগ নেই। প্রয়োজনে ফেরত দিতে বাধ্য থাকিবেন।
মজার বিষয়ও আছে। যেহেতু সন্তানের তথ্য এন্ট্রির অংশে লেখাপড়া করছে কিনা তার কোনো তথ্য দিতে হয়না, লেখাপড়া না করলে তথ্য এন্ট্রি করা যাবেনা এটাও বলা নেই তাই লেখাপড়া করুক আর নাই করুক, যে যেই অবস্থাতেই থাকুক শিক্ষা ভাতা যোগ হবে চিন্তা নেই। আপনি হয়তো ভাবছেন একটা সন্তান পড়া ছেড়ে দিয়েছে কিংবা কর্মক্ষেত্রে প্রবেশ করেছে ভাতা একজনের নিবনা, সেটা হবেনা। ভাতা এডিট করার সুযোগ নেই। আপনাকে ১০০০ টাকাই নিতে হবে। কী মজার না??
মেয়ের বিয়ে হয়ে গেছে নানী হয়ে গেছেন। সন্তানের তথ্যাদি ঘরে সন্তানের তথ্য দিলে অটোমেটিক শিক্ষা ভাতা যোগ হয়। কারন বিবাহিত কন্যা সন্তানের বয়স ২৩ হয়নি
উত্তরমুছুনমেয়ের বিয়ে হয়ে গেছে নানী হয়ে গেছেন। সন্তানের তথ্যাদি ঘরে সন্তানের তথ্য দিলে অটোমেটিক শিক্ষা ভাতা যোগ হয়। কারন বিবাহিত কন্যা সন্তানের বয়স ২৩ হয়নি
উত্তরমুছুন