পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

IBAS++ সফটওয়্যারে EFT সংক্রান্ত কতিপয় সমস্যার সমাধান

আমার লেখাগুলো আমার সম্পত্তি তাই অনুগ্রহ করে কেউ কপি করবেন না।

প্রয়োজনে শেয়ার করুন।

১। পে-পয়েন্ট সঠিক নয় এ ধরণের মেসেজ দিচ্ছে।

উত্তর: আপনি নিশ্চয়ই অন্য কোনো উপজেলা থেকে বদলি হয়ে এসেছেন কিন্তু আপনার এলপিসি অনলাইনে আসেনি। অথবা আসলেও এপ্রোভ করা হয়নি বর্তমান হিসাবরক্ষণ অফিস থেকে।

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

EFT তে শিক্ষা সহায়ক ভাতা

 স্বামী স্ত্রী দুইজনই বেতন গ্রহণ করতেন শিক্ষা সহায়ক ভাতাসহ।

এবার ঘুঘু ফান্দে পরে গেছে।



আবার সন্তানের বয়স কবেই ২৩ পার হয়ে গেছে। জেনে হোক আর না জেনেই হোক মাসের পর মাস শিক্ষা সহায়ক ভাতা নিয়েই চলেছেন। এবার খেমা দেন, আর সুযোগ নেই। প্রয়োজনে ফেরত দিতে বাধ্য থাকিবেন।

মজার বিষয়ও আছে। যেহেতু সন্তানের তথ্য এন্ট্রির অংশে লেখাপড়া করছে কিনা তার কোনো তথ্য দিতে হয়না, লেখাপড়া না করলে তথ্য এন্ট্রি করা যাবেনা এটাও বলা নেই তাই লেখাপড়া করুক আর নাই করুক, যে যেই অবস্থাতেই থাকুক শিক্ষা ভাতা যোগ হবে চিন্তা নেই। আপনি হয়তো ভাবছেন একটা সন্তান পড়া ছেড়ে দিয়েছে কিংবা কর্মক্ষেত্রে প্রবেশ করেছে ভাতা একজনের নিবনা, সেটা হবেনা। ভাতা এডিট করার সুযোগ নেই। আপনাকে ১০০০ টাকাই নিতে হবে। কী মজার না??

মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণের অপশন যুক্ত হলো IBAS++ এ

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উন্নীত স্কেলে (গ্রেড-১৩) বেতন নির্ধারণের জন্য অপশন যুক্ত করা হয়েছে IBAS++ সফটওয়্যারে। 

এই বেতন নির্ধারণের কার্যক্রম সম্পন্ন হবে হিসাবরক্ষণ অফিসারের কার্যালয় থেকে। অর্থাৎ প্রয়োজনীয়