পৃষ্ঠাসমূহ

সোমবার, ১১ এপ্রিল, ২০২২

পাসওয়ার্ড (Password) নিয়ে কিছু কথা

কোনো ওয়েব সাইটে নিবন্ধন (Registration) করার জন্য প্রথমে পাসওয়ার্ড সেট আপ করে নিতে হয়। পাসওয়ার্ড সেটআপ করার ক্ষেত্রে কিছু কিছু সাইটে কোনো নিয়ম থাকেনা। সেখানে নিজের মোবাইল নাম্বার থেকে শুরু করে যা ইচ্ছে তাই দেয়া যায়। তবে গুরুত্বপূর্ণ সাইটগুলোতে অবশ্যই কিছু নিয়ম মেনে পাসওয়ার্ড সেটআপ করতে হয়। 

 

কিছু কিছু বিষয় লক্ষ্য রাখা জরুরী:

* পাসওয়ার্ড দেয়ার ক্ষেত্রে এমন কিছু দেওয়া উচিত নয় যা সহজেই অনুমান করা যায়। যেমন: নিজের মোবাইল নাাম্বার, নিজের নাম, সন্তানের নাম, নিজের জন্ম তারিখ বা সাল ইত্যাদি। 

* 123456, abcd ইত্যাদি পাসওয়ার্ড কখনোই ব্যবহার করা উচিত নয়।

* কম্পিউটারের আশেপাশে কোথাও পাসওয়ার্ড লিখে রাখবেন না।

* এমন জায়গায় লিখে রাখুন যেখানে কেউ হাত দিবে না।

* শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার জন্য যা করা যেতে পারে:

    কমপক্ষে ৮ ক্যারেক্টার ব্যবহার করুন

    কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর (Lower Case) ব্যবহার করুন। যেমন: a b c

    কমপক্ষে একটি বড় হাতের অক্ষর (Upper Case) ব্যবহার করুন। যেমন: A B C 

    কমপক্ষে একটি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করুন। যেমন: @ # $ % &

    কমপক্ষে একটি নাম্বার ব্যবহার করুন। যেমন: 1 2 3

যেমন: একটি ইংরেজি বাক্য I go to school everyday 

বাক্যটির সবগুলো শব্দের প্রথম অক্ষর নিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করা যেতে পারে যা সহজে অনুমান করার উপায় নেই।  Igtse@2022#  এখানে সবগুলো শর্তই পূরণ হয়েছে।

 

Security Question:

এবার আসি আরেকটি বিষয়। অনেক ওয়েব সাইটেই পাসওয়ার্ড সেট করার পর Security Question সেট করে দিতে হয়। 

এটার মানে হলো আপনি যদি পাসওয়ার্ড হারিয়ে ফেলেন তখন আপনাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হবে। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তবেই নতুনভাবে পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন। তাই প্রশ্ন এবং উত্তর অবশ্যই লিখে রাখুন। 

অনেকেই মনে করেন, প্রথমবার সেট করার সময় প্রশ্নগুলোর সঠিক উত্তর না দিতে পারলে প্রবেশ করা যাবে না। বিষয়টি মোটেও তা নয়। বরং প্রথমবার আপনি যে প্রশ্নের যে উত্তর সেট করে সেভ করে দিবেন পরবর্তীতে হবহু একই ভাবে উত্তর দিতে হবে।

যেমন: একটি প্রশ্ন “আপনার দাদার নাম কী?” এখন কম্পিউটার তো জানেনা আপনার দাদার নাম কী। আপনি যদি উত্তর লিখে দেন abc অথবা xyz অথবা dhaka অথবা 123 তবে সে সেটাই মনে রাখবে। দাদার নাম বলে যে dhaka কিংবা london লেখা যাবেনা বিষয়টি এমন নয়। এখন আপনি যদি লিখেন abu alam mohammad abdur rahman  তাহলে পরবর্তীতে যদি কম্পিউটার জানতে চায় তবে এটাই হুবহু লিখতে হবে। যদি R এর জায়গায় L দেন অথবা ‍A এর জায়গায় O দেন তাহলে একসেপ্ট করবে না। এভাবে তিনটি প্রশ্ন সেট করা লাগতে পারে। তাই উত্তর সংক্ষেপে লিখে সেটআপ করে নিলে সমস্যা নেই বরং সুবিধা। 

মোটামোটি এই হলো পাসওয়ার্ড সংক্রান্ত আলোচনা।

আমার লিখা কেউ কপি করবেন না। প্রয়োজনে শেয়ার করুন। ধন্যবাদ

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ