Microsoft Lens
বিভিন্ন প্রয়োজনে আমাদের সার্টিফিকেট, ছবি, পরিচয়পত্র ইত্যাদি স্ক্যান করতে হয়। সেক্ষেত্রে ছুটতে হয় দোকানে। কিন্তু স্মার্ট ফোনের বদৌলতে এই কাজটি ঘরে বসেই করা যায়। এ জন্য প্রচুর অ্যাপ রয়েছে। যেকোনো একটি অ্যাপ ব্যবহার
করে স্ক্যান এবং সেটাকে পিডিএফ ফরমেটে সেভ করে নেয়া যায়। আমার কাছে Microsoft Lens অ্যাপটি ভালো লেগেছে।অ্যাপটি ইন্সটল করে নিন এই লিংক থেকে: https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.officelens
এবার ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে।
Lens অ্যাপটি চালু করলে কয়েকটি অপশন পাওয়া যাবে। Document সিলেক্ট করে যে পাতা স্ক্যান করতে হবে সেটার ছবি তুলুন। ছবি বাঁকা হলে অথবা সাইডের দিকে কম বেশি হলে সেটা এডজাস্ট করে নিন। এবার Confirm এ টাচ করুন।
যদি একাধিক পাতা একসাথে স্ক্যান করার প্রয়োজন হয় তাহলে Add বাটনে টাচ করুন এবং পূনরায় পরের পাতাটির ছবি তুলে Adjust করে Confirm করুন। এভাবে যত পাতা স্ক্যান করা প্রয়োজন ছবি তুলে নিন।
সবশেষে Done বাটনে টাচ করুন। কয়েকটি অপশন পাবেন।
Gallery তে টিক চিহ্ন দেওয়া থাকবে ডিফল্ট। এটা তুলে দিতে পারেন।
PDF এর ডানপাশে টিক চিহ্ন দিন।
ইচ্ছে হলে ফাইলের নামটি পরিবর্তন করে নিন।
Save এ টাচ করুন।
আপনার কাজ শেষ।
Files এ গিয়ে দেখুন আপনার কাঙ্খিত পিডিএফ ফাইল রেডি। সাইজও খুব বেশি বড় হবেনা।
pdf একটি খুবই প্রয়োজনীয় ফাইল। বিভিন্ন সময় এরকম ফাইলের প্রয়োজন হয়। ধন্যবাদ সুন্দর একটি তথ্য দেওয়ার জন্য।
উত্তরমুছুন