প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ই-প্রাইমারী স্কুল সিস্টেম এ যেসব শিক্ষক ইতোমধ্যে তাদের তথ্য প্রদান করেছেন এবং অন্য বিদ্যালয়ে বদলি হয়েছেন তারা পুনরায় আর তথ্য প্রদান করতে পারবেন না। সেক্ষেত্রে তথ্যও বদলি করতে হবে নতুন বিদ্যালয়ে অনলাইনে। আবার কোন শিক্ষক আর কর্মরত না থাকলে তাকে সেভাবেই বাদ দিতে হবে। এ বিষয়ে কোনো ধরণের সহযোগিতা প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব।
বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা হলে পৌরসভা (ওয়ার্ড নম্বর সহ), বিদ্যালয়ের ধরণ, বদলির তারিখ, যোগদানের তারিখ এই তথ্যগুলোসহ মন্তব্য করুন অথবা আমার ইনবক্সে দিন।
বদলির ক্ষেত্রে নতুন এবং পুরাতন বিদ্যালয়ের পূর্ণ তথ্য দিবেন।
বিদ্যালয়ের ইউজার নেম ও পাসওয়ার্ড, তথ্য বদলিকৃত বিদ্যালয়ে স্থানান্তর কিংবা একাধিক বিদ্যালয়ে তথ্য থাকলে একটি তথ্য ডিলিট করার জন্য সহযোগিতা চাইতে পারেন।
দয়া করে ফোন নম্বর চাইবেন না কারণ অফিসের কাজ, পারিবারিক ব্যস্ততার মাঝে ফোনে কথা বলতে কষ্ট হয়। সবসময় রিসিভ করাও সম্ভব হয়না। তাছাড়া যারা ফোন করেন তাদের অনেকের সময়জ্ঞান থাকে না।
তথ্য দেয়া না থাকলে দ্রুত ইনপুট করুন।
বদলির ক্ষেত্রে নতুন এবং পুরাতন বিদ্যালয়ের পূর্ণ তথ্য দিবেন।
বিদ্যালয়ের ইউজার নেম ও পাসওয়ার্ড, তথ্য বদলিকৃত বিদ্যালয়ে স্থানান্তর কিংবা একাধিক বিদ্যালয়ে তথ্য থাকলে একটি তথ্য ডিলিট করার জন্য সহযোগিতা চাইতে পারেন।
দয়া করে ফোন নম্বর চাইবেন না কারণ অফিসের কাজ, পারিবারিক ব্যস্ততার মাঝে ফোনে কথা বলতে কষ্ট হয়। সবসময় রিসিভ করাও সম্ভব হয়না। তাছাড়া যারা ফোন করেন তাদের অনেকের সময়জ্ঞান থাকে না।
তথ্য দেয়া না থাকলে দ্রুত ইনপুট করুন।
স্যার, আমি আমার বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষকের তথ্য কেটে সেখানে অন্য জেলা থেকে বদলি হয়ে আসা শিক্ষকের তথ্য সন্নিবেশ করে ফেলেছি এমতাবস্হায়
উত্তরমুছুনকরনীয় সম্পর্কে আপনার সদয় পরামর্শ চাচ্ছি। আমার ইমেইল :rahmanm598@gmail.com
তথ্য ডিলিট করার উপায় কি?
উত্তরমুছুন