এটি একটি অনলাইন মোবাইল এ্যাপ অর্থাৎ ইন্টারনেট সংযোগ সচল থাকলে এটি থেকে প্রয়োজনীয তথ্য পাওয়া যাবে। কী তথ্য আছে এতে?
এই এ্যাপ এ মন্ত্রনালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করার ব্যবস্থা
রয়েছে। কর্মকর্তার পদবী, ছবি, ফোন নম্বর, ফ্যাক্স নম্বর, মুঠোফোন নম্বর এবং ই-মেইল এ্ড্রেস পাওয়া যাবে এই এ্যাপ হতে।
এখনই একবার ডাউনলোড করে দেখুন না আপনার নিজের, অফিসের কিংবা পরিচিত কারো তথ্য খুঁজে পান কিনা। যদি পেয়ে যান তাহলে নিশ্চয়ই একটু হলেও ভালো লাগবে। আর যদি কারো সাথে এখনই জরুরী যোগাযোগ করার প্রয়োজন হয় তাহলে তো মনে মনে আমাকে একটা ধন্যবাদ অবশ্যই দেবেন।
আর যদি খুঁজে না পান না তাহলে যারা এটা ডেভেলপ করেছেন তাদের প্রতি বিরক্তি প্রকাশ করবেন কেন তারা ভুল তথ্য দিয়ে রেখেছে অথবা কেন নিয়মিত আপডেট করেন না। শুধু এ্যাপ বানালেই হবে? এত হাজার হাজার কমকর্তার তথ্য কি কয়েকজন ডেভেলপারের পক্ষে আপডেট করা সম্ভব? প্রতিদিনই তো শত শত কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন হচ্ছে। তাহলে কে করবে এই কাজ?
এই কাজটি করবে স্ব স্ব দপ্তর। ভাবছেন আপমি কি এ্যাপ এর অ আ কিছু জানি নাকি? কিংবা আমার কাছে সেই ক্ষমতা দেয়া আছে? হ্যাঁ আপনার কাছেই আছে এই এ্যাপটি আপডেট করার মতো ক্ষমতা। কিছুই করতে হবে না। শুধুমাত্র আপনার দপ্তরের তথ্য বাতায়নে কর্মর্কর্তার তথ্য হালফিল করে দিন। তারপর আবার এ্যাপটি চেক করে দেখুন ।যদি না পান তাহলে আমি দায়ী থাকব।
এবার আসুন কিভাবে তথ্য বাতায়ন আপডেট করবেন---
ধরুন আপনার অফিসের বাতায়নের এড্রেস: http://urc.bahubal.habiganj.gov.bd
ব্রাউজারের এড্রেস বারে এই এ্ড্রেসটি টাইপ করুন এবং শেষে /user যোগ করুন। http://urc.bahubal.habiganj.gov.bd/user এভাবে।
এবার লগ ইন পেজ পেয়ে যাবেন। ইউ্জার নেম হিসেবে http:// বাদ দিয়ে শুধু এড্রেসটুকু লিখুন। পাসওয়ার্ড টাইপ করুন।
কন্টেন্ট টাইপ পেজ আসবে। এখান থেকে প্রোফাইল সিলেক্ট করুন।
যদি আগে থেকে কারো প্রোফাইল তৈরি করা থাকে সেটি দেখাবে এবং ডানদিকে এডিট, ডিলিট এবং ভিউ এই তিনটি বাটন থাকবে। প্রয়োজন হলে এডিট বাটনে ক্লিক করে তথ্যগুলো সংশোধন করে ছবিটি পরিবর্ত ন করে দিন এবং পদ শুন্য হয়ে গেলে ডিলিট করে ফেলুন। নুতন যোগ করার প্রয়োজন হলে ডানদিক উপরে Add প্রোফাইল বাটনে ক্লিক করে তথ্য সংযোজন করে সেভ করুন।
এবার আবার মোবাইল থেকে বাংলাদেশ ডিরেক্টরি এ্যাপটি খুলে আপনার তথ্য চেক করুন। আশা করি এবার আর মন খারাপ থাকবে না।
এই এ্যাপটিতে কিছু বাড়তি সুবিধা রয়েছে। নাম্বার সরাসরি ডায়াল করা যায়, সেভ করা যায় ফোনবুকে, এসএমএস এবং ইমেইলও একটি মাত্র ক্লিক করেই করা সম্ভব।
এ্যাপটি ডাউনলোড করতে প্লে স্টোর এ Bangladesh directoryলিখে সার্চ করুন।
তথ্য বাতায়ন সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সহযোগিতা করার যথাসাধ্য চেষ্টা করবো । ধন্যবাদ
এই এ্যাপ এ মন্ত্রনালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করার ব্যবস্থা
রয়েছে। কর্মকর্তার পদবী, ছবি, ফোন নম্বর, ফ্যাক্স নম্বর, মুঠোফোন নম্বর এবং ই-মেইল এ্ড্রেস পাওয়া যাবে এই এ্যাপ হতে।
এখনই একবার ডাউনলোড করে দেখুন না আপনার নিজের, অফিসের কিংবা পরিচিত কারো তথ্য খুঁজে পান কিনা। যদি পেয়ে যান তাহলে নিশ্চয়ই একটু হলেও ভালো লাগবে। আর যদি কারো সাথে এখনই জরুরী যোগাযোগ করার প্রয়োজন হয় তাহলে তো মনে মনে আমাকে একটা ধন্যবাদ অবশ্যই দেবেন।
আর যদি খুঁজে না পান না তাহলে যারা এটা ডেভেলপ করেছেন তাদের প্রতি বিরক্তি প্রকাশ করবেন কেন তারা ভুল তথ্য দিয়ে রেখেছে অথবা কেন নিয়মিত আপডেট করেন না। শুধু এ্যাপ বানালেই হবে? এত হাজার হাজার কমকর্তার তথ্য কি কয়েকজন ডেভেলপারের পক্ষে আপডেট করা সম্ভব? প্রতিদিনই তো শত শত কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন হচ্ছে। তাহলে কে করবে এই কাজ?
এই কাজটি করবে স্ব স্ব দপ্তর। ভাবছেন আপমি কি এ্যাপ এর অ আ কিছু জানি নাকি? কিংবা আমার কাছে সেই ক্ষমতা দেয়া আছে? হ্যাঁ আপনার কাছেই আছে এই এ্যাপটি আপডেট করার মতো ক্ষমতা। কিছুই করতে হবে না। শুধুমাত্র আপনার দপ্তরের তথ্য বাতায়নে কর্মর্কর্তার তথ্য হালফিল করে দিন। তারপর আবার এ্যাপটি চেক করে দেখুন ।যদি না পান তাহলে আমি দায়ী থাকব।
এবার আসুন কিভাবে তথ্য বাতায়ন আপডেট করবেন---
ধরুন আপনার অফিসের বাতায়নের এড্রেস: http://urc.bahubal.habiganj.gov.bd
ব্রাউজারের এড্রেস বারে এই এ্ড্রেসটি টাইপ করুন এবং শেষে /user যোগ করুন। http://urc.bahubal.habiganj.gov.bd/user এভাবে।
এবার লগ ইন পেজ পেয়ে যাবেন। ইউ্জার নেম হিসেবে http:// বাদ দিয়ে শুধু এড্রেসটুকু লিখুন। পাসওয়ার্ড টাইপ করুন।
কন্টেন্ট টাইপ পেজ আসবে। এখান থেকে প্রোফাইল সিলেক্ট করুন।
যদি আগে থেকে কারো প্রোফাইল তৈরি করা থাকে সেটি দেখাবে এবং ডানদিকে এডিট, ডিলিট এবং ভিউ এই তিনটি বাটন থাকবে। প্রয়োজন হলে এডিট বাটনে ক্লিক করে তথ্যগুলো সংশোধন করে ছবিটি পরিবর্ত ন করে দিন এবং পদ শুন্য হয়ে গেলে ডিলিট করে ফেলুন। নুতন যোগ করার প্রয়োজন হলে ডানদিক উপরে Add প্রোফাইল বাটনে ক্লিক করে তথ্য সংযোজন করে সেভ করুন।
এবার আবার মোবাইল থেকে বাংলাদেশ ডিরেক্টরি এ্যাপটি খুলে আপনার তথ্য চেক করুন। আশা করি এবার আর মন খারাপ থাকবে না।
এই এ্যাপটিতে কিছু বাড়তি সুবিধা রয়েছে। নাম্বার সরাসরি ডায়াল করা যায়, সেভ করা যায় ফোনবুকে, এসএমএস এবং ইমেইলও একটি মাত্র ক্লিক করেই করা সম্ভব।
এ্যাপটি ডাউনলোড করতে প্লে স্টোর এ Bangladesh directoryলিখে সার্চ করুন।
তথ্য বাতায়ন সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সহযোগিতা করার যথাসাধ্য চেষ্টা করবো । ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ