ফেইসবুকে লগ ইন করার পরও ফ্রেন্ড লিস্টে আছে এমন কাউকে টেক্স কিংবা ফাইল পাঠানোর জন্য যদি পূনরায় ইমেইলে লগ ইন করতে হয় তাহলে আর ফেইসবুকের যথাযথ ব্যবহার হলো কোথা থেকে? হ্যা, সত্যিই তাই। আমরা
ফেইসবুকে লগ ইন থাকা অবস্থায় যাকে মেইল টেক্স কিংবা ফাইল এটাচমেন্ট হিসেবে পাঠাতে চাই তবে অনায়েশেই তা করতে পারি। টেক্স তো শুধু মেসেজ অপশনে গিয়ে লিখে দিলেই হলো। কিন্তু ফাইল পাঠাতে চাইলে কী করতে হবে একটু দেখে নিন:
নিচের ছবির মতো চ্যাট করার সময় গিয়ার চিহ্নতে ক্লিক করে Add Files এ ক্লিক করলে ফাইল সিলেক্ট করার জন্য ব্রাউজ অপশন আসবে সেখান থেকে ফাইল দেখিয়ে দিয়ে অপেক্ষা করতে হবে। আপলোড শেষ হলে এন্টার দিলেই ফা্ইল চলে যাবে প্রাপকের কাছে।
একই ফাইল একাধিক ফ্রেন্ডকে পাঠাতে চাইলে ফেসবুকের হোম পেজে থাকা অবস্থায় বাপপাশে থাকা Messages এ ক্লিক করতে হবে।
এবার +New Message এ ক্লিক করলে অপশনে যেতে হবে।
সেখানে To দেখাবে। সেই বক্সে প্রাপকের নাম টাইপ করলে সার্চ করে বের করবে সেখান থেকে এড করতে হবে যতজন ইচ্ছে।
এবার নিচের দিকে থাকা Add Files এ ক্লিক করলে ফাইল সিলেক্ট করার জন্য ব্রাউজ অপশন আসবে সেখান থেকে ফাইল দেখিয়ে দিয়ে অপেক্ষা করতে হবে। আপলোড শেষ হলে এন্টার দিলেই ফা্ইল চলে যাবে সিলেক্ট করা ফ্রেন্ডদের কাছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ