পৃষ্ঠাসমূহ

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪

Facebook এ ফ্রেন্ড রিকোয়েস্ট এর যাতনায় অতিষ্ট? আমার এই দাওয়াইটা কিছুটা হলেও স্বস্তি দিবে

ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট এর বিড়ম্বনায় পড়ে থাকেন। সারা দিনে কয়েকশ রিকোয়েস্ট আসে। অধিকাংশই অপরিচিত আইডি। সেক্ষেত্রে ফ্রেন্ড রিকোয়েস্ট বন্ধ করার কোন অপশন ফেইসবুকে
নেই। তবে যা করা যায় সেটা হলো একেবারে অপরিচিত কারো কাছ থেকে যেন রিকোয়েস্ট না আসে সেই অপশনটা চালু করা। শুধুমাত্র বন্ধুর বন্ধুরা (Mutual Friend) রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো এই কাজটি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

১. প্রথমেই আপনার আইডি এবং পাসওয়ার্ড দিযে লগ ইন করুন

২. ডানপাশের drop down menu থেকে "Settings"  এ ক্লিক করুন

৩.. এবার বামপাশের ম্যানু থেকে Privacy বাটনে ক্লিক করুন 


৪.  Who can contact me? এর ডানপাশে Who can send you friend requests? এর Edit এ ক্লিক করে settings.এ যান


৫. down arrow -তে ক্লিক করুন 


৬. এখানে সাধারণত Everyone সিলেক্টেড থাকে। Friends of Friends এ ক্লিক করে সিলেক্ট করুন। 


৭. এবার Close বাটনে ক্লিক করে Close করুন।


আপনার কাজ শেষ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ