পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৪

আপনার কম্পিউটারে ইন্সটল করা অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো মুছুন সঠিক উপায়ে (Uninstall properly)

আমাদের কম্পিউটারে অনেক সময়ই নিজের অজান্তেই অপ্রয়োজনীয় কিছু সফটওয়্যার ইন্সটল হয়ে যায়। কিছু কিছু সফটওয়্যার আমরা নিজেই ইন্সটল করার পর মনে হয় এটা প্রয়োজন নেই। অনেক সময় ইন্সটল করে দেখে নেই সফটওয়্যারটি কেমন। সেক্ষেত্রে সেই অপ্রয়োজনীয় সফটওয়্যারটি মুছে ফেলতে হয়। অনেকেই জানি কিভাবে সফটওয়্যার
আনইন্সটল করতে হয়। যারা জানেন না তাদের জন্য আমার এই পোস্ট। এক্ষেত্রে মাইক্রোসফটের ডিফল্ট অপশন ব্যবহার করা যেতে পারে। তবে সেখানে সবগুলো সফটওয়্যার নাও দেখাতে পারে। তাছাড়া এভাবে রিমুভ করলেও কিছু কিছু ফাইল থেকেই যায়। তাই আমরা ভাল কোন আনইন্সটলার ব্যবহার করতে পারি। তবে এই ক্ষেত্রেও আমরা সফটওয়্যার ইন্সটল না করেই অন্য সফটওয়্যার আনইন্সটল করব। এগুলো পোর্টেবল ভার্সন তাই ডাউনলোড করেই ব্যবহার যেকোন ড্রাইভে রেখে ব্যবহার করা যাবে। উল্লেখ্য, আপনার পিসিতে যেসব সফটওয়্যার পোর্টেবল হিসেবে ব্যবহার করছেন সেগুলো আনইন্সটল করতে হয়না এবং এগুলো পিসিকে স্লো করেনা। (পোর্টেবল সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এখানে)


IObit Uninstaller Portable (13MB) Download

 

Revo Uninstaller Portable (7MB) Download

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ