পেন ড্রাইভ, মেমোরি কার্ড কিংবা ফ্লাশ ড্রাইভ যা ই বলি না কেন এসব দিয়ে উইন্ডোজ সেট আপ দেয়ার বিষয়টি অনেক পুরোনো। তারপরও অনেকেই আমার কাছে এ বিষয়ে জানতে চান
যে আমি কিভাবে পেন ড্রাইভটি বুটেবল হিসেবে তৈরি করি। আমি চেষ্টা করব সবার কাছে বিষয়টি সহজ করে উপস্থাপন করতে।যদি শুধু এক্সপি অথবা শুধু 7/8 ইন্সটল করতে চান তাহলে 4 জিবি আর যদি একই সাথে Windows XP এবং Windows 7/8 সেট আপ করতে চান তাহলে ৮ জিবি একটি পেনড্রাইভ লাগবে।
আর লাগবে বুটেবল করার জন্য যেকোন একটি সফটওয়্যার। এ ধরণের অনেক সফটওয়্যার রয়েছে। তবে আমি ব্যবহার করি WinSetupFromUSB. এর পোর্টেবল ভার্শনটি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। ইন্সটল করার প্রয়োজন নেই। শুধু ডাউনলোড করে ফোল্ডারটি আনজীপ করে WinSetupFromUSB.exe ফাইলটি রান করালেই হবে। আর সমস্যা হলে এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারেন।
সর্বপ্রথম Windows XP এবং Windows 7/8 সিডি এবং ডিভিডি থেকে সকল ফাইল কম্পিউটারের যেকোন ড্রাইভে আলাদা আলাদা ফোল্ডারে কপি করে রাখুন।
- এবার আপনার কম্পিউটারে পেনড্রাইভটি প্রবেশ করান এবং সফটওয়্যারটি চালু করুন
- এই অংশে Force Target Disk Type বক্সে Removable নির্বাচন করুন ও এটার নিচের Windows will be installed বক্সে \WINDOWS দিন। (এগুলো অটোমেটিক আসবে)
- এবার উপরের দিকে দেখেন USB Disk Selection নামে একটি বক্স আছে। এখানে দেখুন আপনার পেনড্রাইভটি দেখাচ্ছে কিনা।
- যদি না থাকে তাহলে পাশের Refresh বাটনে ক্লিক করুন। এখন না দেখালেও সমস্যা নেই।
- এবার Format USB Disk অপশনের RMPrepUSB ক্লিক করুন।
- তাহলে RMPrepUSB (কমান্ড প্রমট) খুলবে।
- এবার যদি পেন ড্রাইভ 4 জিবি হয় তবে FAT এবং যদি 8 জিবি হয় তবে NTFS সিলেক্ট করুন।
- Boot options এ প্রথম অপশনটি সিলেক্ট করা থাকবে সেটি ঠিকই থাকবে।
- এবার বক্সটির উপরের দিকে একটি বক্স আছে, এখানে আপনার পেনড্রাইভটি দেখাবে। না দেখালে Refresh বাটনে ক্লিক করুন।
- এখান থেকে Prepare Drive অপশনে ক্লিক করুন।
- একটি নোটিফিকেশন আসতে OK করুন।
- এবার একটু অপেক্ষা করুন। একটা ডস প্রোম্পটে লেখা আসবে। যেখানে নাম থাকবে এই রকম, RMPARTUSB v2.0.811 ©2008-10 RM Education plc [SSi].
- এটি কিছু সময় নিবে, ধৈর্য ধরুন। Operation Completed আসলেই কাজ শেষ।
- এবার আপনার সামনে থাকা PREPUSB কালো স্ক্রীনের বক্সটা ( Command prompt) বন্ধ করে দিন।
- উপরের দিকের Windows 2000/XP/2003 Source বক্সে আপনার কপি করা উইন্ডোজ এক্সপির ফোল্ডারটি দেখিয়ে দিনBrowse বাটনে ক্লিক করে।
- এবার ডায়লগ বক্সের নিচের ডান দিকে দেখুন Vista/7 setup/PE/RecoveryISO নামে একটি বক্স আছে।
- টিক চিহ্ন দিয়ে ডান পাশের Browse বাটনে ক্লিক করে আপনার Windows 7/8-র ফোল্ডারটির অবস্থান দেখিয়ে দিন।
- তারপর Go বাটনে ক্লিক করুন।
- এখানে অনেকক্ষণ সময় নিবে (20/30 মিনিট), কষ্ট করে অপেক্ষা করুন। এক্ষেত্রে কোন কিছু বন্ধ করবেন না, তাহলে সব শেষ। এই কাজটি ল্যাপটপে করলে ভাল হয়। তাহলে বিদ্যুৎ চলে গেলেও ভয় কাজটা শেষ করা যাবে।
- কাজ শেষ হলে একটি বার্তা আসবে। Done বাটনে ক্লিক করুন। আর যদি লাইসেন্স এগ্রিমেন্ট আসে তাহলে Accept করুন।
- কাজ পুরোপুরি শেষ।
- যে পিসিতে উইন্ডোজ সেট আপ দিতে চান সেই পিসি রিস্টার্ট দিয়ে বায়োস সেট আপ অথবা বুট মেনুতে প্রবেশ করে, First Boot Device হিসাবে USB Device টি সিলেক্ট করুন ।
- আপনার পেনড্রাইভটি দিয়ে এবার বুট করান।
- তাহলে বুটে এসে আপনাকে দুটি অপশান দেখাবে। মানে উইন্ডোজ এক্সপি ও সেভেন দুটাই দেখাবে।
- যেটা সেটআপ করবেন সেখানে এরো কী এর সাহায্যে উপরে নিচে যান ও এন্টার কী চাপুন।
- আরেকটা কথা, আপনি যদি উইন্ডোজ এক্সপি নির্বাচন করেন, তাহলে দুইটি অপশন পাবেন। Part 1, Part 2 । আপনাকে কোনটাই সিলেক্ট করতে হবে না। নিজে থেকেই সিলেক্ট হবে।
আর সমস্যা হলে বা উপকৃত হলে মন্তব্য লিখতে ভুলবেন না।
আসসালামু আলাইকুম
উত্তরমুছুনআমার একটি প্রশ্ন হল আমি যদি শুধু এক্সপি সেটআপ দিতে চাই তাহলে কি বুটেবল-এ Vista/7 setup/PE/RecoveryISO নামে বক্সটি সিলেক্ট করতে হবে? আর আমার কাছে ISO সফটওয়্যারটি নেই দয়া করে এই সফটওয়ারটি কি দিবেন!
সুধাংশু, Email: smr.rahulnet@gmail.com
জনাব সুধাংশু
মুছুনআপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
এক্সপি সেটআপ দিতে চাইলে অন্য কিছু সিলেক্ট না করলেও হবে। আর ISO সফটওয়্যার তো প্রয়োজন নেই। শুধু কপি করা ফোল্ডারটি দেখিয়ে দিলেই হবে।