ফেসবুক ব্যবহারকারীরা অনেক সময় নিজের অজান্তেই কিছু গ্রুপের সদস্য হয়ে যান এবং তারপর থেকে ঐ গ্রুপের নিউজ ফিড এবং নোটিফিকেশন তার কাছে আসতে থাকে। সদস্য হওয়ার কারন
হলো ঐ গ্রুপের কেউ একজন আপনাকে ইনভাইট পাঠিয়েছে। এবার আপনি রাজি থাকেন আর নাই থাকেন আপনি ঐ গ্রুপের সদস্য। আপনি যদি সদস্যতা বাতিল করতে চান তাহলে এই পদ্ধতি অনুসরন করতে পারেন:
ফেসবুকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
এবার হোম পেজের বামপাশে দেখুন GROUPS এর অধীনে আপনি যেসব গ্রুপের সদস্য সেসব গ্রুপের নামগুলো দেখাবে। এবার যে গ্রুপের থেকে বের হয়ে আসতে চান সেটির বামপাশে মাউসের কার্সর নিয়ে যান। দেখবেন পেন্সিলের মতো একটা আইকন দেখতে পাবেন। সেই পেন্সিলের উপর ক্লিক করলে তিনটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে Leave Group এ ক্লিক করুন। এবার নতুন আরেকটি ডায়ালগ বক্স আসবে। সেখানে তিনটি অপশন থাকবে। এবার Leave Group এ ক্লিক করলে আপনার সদস্যতা বাতিল হয়ে যাবে। আর আপনি যদি চান আর কখনো যেন এই গ্রুপ থেকে কেউ আপনাকে রিকোয়েস্ট পাঠাতে না পারে তাহলে Prevent other member of this group.... এই লেখাটির বামপাশের টিক চিহ্নটি দিয়ে দিন। আপনার ঝামেলা চুঁকে গেল তো??
হলো ঐ গ্রুপের কেউ একজন আপনাকে ইনভাইট পাঠিয়েছে। এবার আপনি রাজি থাকেন আর নাই থাকেন আপনি ঐ গ্রুপের সদস্য। আপনি যদি সদস্যতা বাতিল করতে চান তাহলে এই পদ্ধতি অনুসরন করতে পারেন:
ফেসবুকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
এবার হোম পেজের বামপাশে দেখুন GROUPS এর অধীনে আপনি যেসব গ্রুপের সদস্য সেসব গ্রুপের নামগুলো দেখাবে। এবার যে গ্রুপের থেকে বের হয়ে আসতে চান সেটির বামপাশে মাউসের কার্সর নিয়ে যান। দেখবেন পেন্সিলের মতো একটা আইকন দেখতে পাবেন। সেই পেন্সিলের উপর ক্লিক করলে তিনটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে Leave Group এ ক্লিক করুন। এবার নতুন আরেকটি ডায়ালগ বক্স আসবে। সেখানে তিনটি অপশন থাকবে। এবার Leave Group এ ক্লিক করলে আপনার সদস্যতা বাতিল হয়ে যাবে। আর আপনি যদি চান আর কখনো যেন এই গ্রুপ থেকে কেউ আপনাকে রিকোয়েস্ট পাঠাতে না পারে তাহলে Prevent other member of this group.... এই লেখাটির বামপাশের টিক চিহ্নটি দিয়ে দিন। আপনার ঝামেলা চুঁকে গেল তো??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ