পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

Team Viewer এর বিকল্প সফটওয়্যার Ammyy Admin

যারা এতদিন যাবত নিজের কম্পিউটারে বসে অন্যদের কাজে সহযোগিতা করার জন্য Team Viewer সফটওয়্যারটি ব্যবহার করে আসছিলেন তারা Ammyy Admin সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে
পারেন। আমার ভাল লেগেছে। কারন এটা খুব দ্রুত কাজ করে। নেটওয়ার্ক দুর্বল হলেও কাজ করা যায়। তবে Team Viewer এর মতো এত সুবিধা এটাতে পাওয়া যাবেনা। Team Viewer এ যেমন ফাইল আদান প্রদান করা যেত, অডিও, ভিডিও, টেক্স চ্যাট করা যেত এখানে সেসব সুযোগ নেই। আর নেই বলে দ্রুত কাজ করে। ডাউনলোড করুন এখান থেকে
সাইজটাও অনেক ছোট মাত্র ৮০০ কিলোবাইট। এবার সাহায্য করুন ঝামেলা ছাড়া। ইন্সটল করতে হবেনা। শুধু চালু করে পার্টনার আইডি দিয়ে এন্টার দিলেই অপর প্রান্তের অনুমতি চাইবে। তিনি অনুমতি দিলে তবেই দেখা মিলবে উনার পিসির চেহারা।










tags: teamviewer, ammyy admin, remote desktop, remote computing, control other computer, AA, রিমোট ডেস্কটপ, দূরের কম্পিউটার নিয়ন্ত্রনটীমভিউয়ার, টিম ভিউয়ার, টীম ভিউয়ার,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ