যদি কখনো কম্পিউটার চালু রেখে মনিটরের স্ক্রীন অফ রাখার প্রয়োজন হয় যেমন: অডিও গান শুনার সময়, প্রশিক্ষণ চলাকালীন সময়ে, ব্যবহারিক ক্লাসে কিংবা প্রজেক্টরে কোন কিছু প্রদর্শনের সময় তখন এই
৫০০ কিলোবাইটের ছোট সফটওয়্যারটি আপনাকে সাহায্য করতে পারে। অবশ্য যাদের ল্যাপটপে এই অপশনটি বিল্ট ইন আছে তাদের লাগবে না। এটি ইন্সটল করতে হয়না। ডাউনলোড করে ডাবল ক্লিক করলেই নিচের ছবিটির মতো একটা একটা বক্স আসবে। সেখান থেকে Turn off screen এ ক্লিক করলেই মনিটরের লাইট বন্ধ হয়ে যাবে। তবে পাওয়ার অফ হবেনা। আপনি ইচ্ছে করলে সাথে সাথে আপনার কম্পিউটার লক ও করতে পারেন Lock the computer এর বামপাশের বক্সে টিক চিহ্ন দিয়ে (যদি পাসওয়ার্ড পূর্বে দেয়া থাকে)। ডাউনলোড করুন এখান থেকে
Tags: turn off LCD, Turn off monitor
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ