এমএস ওয়ার্ডে কাজ করার সময় এক পাতা Portrait আবার একপাতা Landscape, এক পাতায় মার্জিন কম আরেক পাতায় মার্জিন বেশি। পরিবর্তন করতে গেলে পুরো ডকুমেন্টের সবগুলো পাতা পরিবর্তন হয়ে
যেতে পারে। সে জন্যে যে পাতা থেকে ভিন্ন ধরণের পেজ সেটআপ দরকার সে পাতার প্রথমে কার্সর রেখে page setup থেকে ইচ্ছেমতো পেপার সাইজ আর মার্জিন দিন। এবার Ok ক্লিক করার পূর্বে Apply to এর অধীনে This point forward সিলেক্ট করুন এবার Ok করুন। এবার দেখুন পূর্বের পাতার সেট সেটআপ আগের মতোই আছে পরের পাতাগুলো আপনারে ইচ্ছে অনুযায়ী হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ