পৃষ্ঠাসমূহ

রবিবার, ৪ মার্চ, ২০১২

ওয়ার্ড 2007 এ Auto Correct Options খুঁজে পাচ্ছেন না?

আমরা যারা অফিস 2007 ব্যবহার করি তারা প্রায়শই বিভিন্ন অপশনগুলো খুঁজে বের করতে কষ্ট হয়। যেমন Auto Correct Options ওয়ার্ড 2000, বা ওয়ার্ড 2003 তে Tools Menu তে রয়েছে। কিন্তু ওয়ার্ড 2007 এটা পেতে হলে আপনাকে যা করতে হবে তা এইরকম:


অফিস বাটনটিতে ক্লিক করুন, এবার নিচের দিকে Word Options এ ক্লিক করুন, Proofing option (left column)  এ ক্লিক করুন, Click the AutoCorrect Options button (upper right.) ক্লিক করুন

পেয়ে গেলেন তো Auto Correct Options, এবার আপনার প্রয়োজনীয় কাজটুকু সেরে নিন।

1 টি মন্তব্য:

  1. ধন্যবাদ ভাই / আমি ৭নং উবাহাটা ইউ/পি/ চুনারুঘাট, এর উদ্যোক্তা
    শরীফুল অভি

    উত্তরমুছুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ