প্রথমে এখানে ক্লিক করে Lockdir ফাইলটি ডাউনলোড করে নিন, মাত্র ৪০৯ কিলোবাইট। তারপর
যে ফোল্ডারটি লক করতে চান সেই ফোল্ডারটির ভিতরে এই কপি করে নিয়ে পেষ্ট করুন। এবার এই
Lockdir ফাইলটি ওপেন করুন। দুইবার একই পাসওয়ার্ড দিয়ে Encrypt এ ক্লিক করুন। এবার দেখবেন ফোল্ডারের আইকন পরিবর্তন হয়ে গেছে। লক খুলতে হলে ফোল্ডারের ভেতর প্রবেশ করে Lockdir ওপেন করে পাসওয়ার্ড দিয়ে Customize সিলেক্ট অবস্তায় Decrypt এ ক্লিক করলে তিনটি অপশন আসবে Minimize to tray তে ক্লিক করলে সফটওয়্যারটি Minimize হবে আবার সফটওয়্যারটি ক্লোজ করে দিলে আবার লক হয়ে যাবে। Restore Encrypted এ ক্লিক করলে লক না খুলে আবার আগের যায়গায় চলে যাবে আর Cancel Decrypted এ ক্লিক করলে একেবারে আনলক হয়ে যাবে।
এটি অন্যান্য ফোল্ডার লক সফটওয়্যারের চেয়ে আলাদা কারণ
** এটা ইন্সটল করতে হয় না।
** অনেক হালকা একটি সফটওয়্যা
** একই পিসি একাধিক ব্যাক্তি ব্যবহার করলেও সমস্যা নেই কারন একেকটা ফোল্ডার একেকটা আলাদা পাসওয়ার্ড দিয়ে লক করা যায়।
** ফোল্ডার কেউ ডিলিট করতে পারবে না।
** ফোল্ডারটি কপি করা যাবে না।
নিজ দায়িত্বে ফোল্ডার লক করবেন। খেয়াল রাখবেন কীবোর্ড বাংলা মোড এ আছে কিনা, ক্যাপস লক অন করা আছি কিনা। পরে পাসওয়ার্ড ভুলে গেলে তা আর উদ্ধার করা সম্ভব হবে না কারণ অন্য কোন উপায়ে আনলক করতে পারলে আপনি অন্যের লক করা ফোল্ডারে অনুপ্রবেশ করার চেষ্টা করতে পারেন। তখন আর এই সফটওয়্যারটির কোন গুরুত্বই থাকবে না।
**** যদি কখনো নতুন করে উইন্ডোজ ইন্সটল করা হয় তখন যদি আনলক করার পরও ফাইলগুলো দেখা না যায় তবে ভয় পাওয়ার কিছু নেই। শুধু হিডেন ফাইল দেখার অপশনটি চালু কর নিলেই হবে।
XP হলে Tools menu হতে Folder Option এ আর Windows 7 হলে Organize Menu হতে Folder & Search Option এ গিয়ে Show Hidden Files & Folder সিলেক্ট করে দিন। এবার ফাইলগুলো দেখা যাবে।
Tags: Folderlock, Folder lock, ফোল্ডার লক, ফোল্ডারলক, ফোল্ডার পাসওয়ার্ড, Folder Password
ফোল্ডার লক করার আরো একটি সফটওয়্যার:
ডাউনলোড করুন এখান থেকে
Lockdir ফাইলটি ওপেন করুন। দুইবার একই পাসওয়ার্ড দিয়ে Encrypt এ ক্লিক করুন। এবার দেখবেন ফোল্ডারের আইকন পরিবর্তন হয়ে গেছে। লক খুলতে হলে ফোল্ডারের ভেতর প্রবেশ করে Lockdir ওপেন করে পাসওয়ার্ড দিয়ে Customize সিলেক্ট অবস্তায় Decrypt এ ক্লিক করলে তিনটি অপশন আসবে Minimize to tray তে ক্লিক করলে সফটওয়্যারটি Minimize হবে আবার সফটওয়্যারটি ক্লোজ করে দিলে আবার লক হয়ে যাবে। Restore Encrypted এ ক্লিক করলে লক না খুলে আবার আগের যায়গায় চলে যাবে আর Cancel Decrypted এ ক্লিক করলে একেবারে আনলক হয়ে যাবে।
এটি অন্যান্য ফোল্ডার লক সফটওয়্যারের চেয়ে আলাদা কারণ
** এটা ইন্সটল করতে হয় না।
** অনেক হালকা একটি সফটওয়্যা
** একই পিসি একাধিক ব্যাক্তি ব্যবহার করলেও সমস্যা নেই কারন একেকটা ফোল্ডার একেকটা আলাদা পাসওয়ার্ড দিয়ে লক করা যায়।
** ফোল্ডার কেউ ডিলিট করতে পারবে না।
** ফোল্ডারটি কপি করা যাবে না।
নিজ দায়িত্বে ফোল্ডার লক করবেন। খেয়াল রাখবেন কীবোর্ড বাংলা মোড এ আছে কিনা, ক্যাপস লক অন করা আছি কিনা। পরে পাসওয়ার্ড ভুলে গেলে তা আর উদ্ধার করা সম্ভব হবে না কারণ অন্য কোন উপায়ে আনলক করতে পারলে আপনি অন্যের লক করা ফোল্ডারে অনুপ্রবেশ করার চেষ্টা করতে পারেন। তখন আর এই সফটওয়্যারটির কোন গুরুত্বই থাকবে না।
**** যদি কখনো নতুন করে উইন্ডোজ ইন্সটল করা হয় তখন যদি আনলক করার পরও ফাইলগুলো দেখা না যায় তবে ভয় পাওয়ার কিছু নেই। শুধু হিডেন ফাইল দেখার অপশনটি চালু কর নিলেই হবে।
XP হলে Tools menu হতে Folder Option এ আর Windows 7 হলে Organize Menu হতে Folder & Search Option এ গিয়ে Show Hidden Files & Folder সিলেক্ট করে দিন। এবার ফাইলগুলো দেখা যাবে।
Tags: Folderlock, Folder lock, ফোল্ডার লক, ফোল্ডারলক, ফোল্ডার পাসওয়ার্ড, Folder Password
ফোল্ডার লক করার আরো একটি সফটওয়্যার:
Windows XP and Win7 both operating e ki use kora jay?
উত্তরমুছুনঅবশ্যই ব্যবহার করতে পারবেন। আমি নিজে 7 এ ব্যবহার করি
মুছুনHow to delete folder that i was used this software......
উত্তরমুছুনপ্রথমে ফোল্ডারটি আনলক করে নিতে হবে তারপর ডিলিট করলেই হয়ে যাবে।
মুছুনপ্রথমেই আপনাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা। আপনার ব্লগ থেকে আমি অনেক কিছু শিখেছি যা আগে জানতাম না। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সমাধান পেলে উপকৃত হব। আমার কম্পিউটারের D Drive এ সকল সফটওয়ার রাখা ছিল। কিন্তু কে যেন ফোলডার লক করার সফটওয়ার Lockdir সফটওয়ার চালু করে পাসওয়ার্ড দিয়ে রেখেছে। আমি এখন এ ফোল্ডারে ঢুকতে পারছি না। এই পাসওয়ার্ড ভাঙ্গার কোন উপায় আছে কি না জানালে খুবই উপকৃত হব। ধন্যবাদ।
উত্তরমুছুনআমান উল্লাহ ভুইয়া
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
বোয়ালমারী, ফরিদপুর।
ই-মেইলঃ amanfaridpur@yahoo.com
Lockdir সফটওয়ার দিয়ে আমার কম্পিউটারের D Drive এর একটি ফোল্ডার কে যেন লক করেছে। এই ফোল্ডারের ভিতর আমার কম্পিউটারের যাবতীয় সফটওয়ার রয়েছে। এখন আমি কিভাবে এই পাসওয়ার্ড ভেঙ্গে আমার সফটওয়ার গুলি পেতে পারি তা জানালে খুবই উপকৃত হব। ধন্যবাদ
উত্তরমুছুনআমি LOCKDIR password ভুলে গেছি । আমি কিভাবে আমার ফাইল গুলো আবার পিরে পেতে পারি ?pls জানাবেন ।
উত্তরমুছুনই-মেইলঃ b.lamppost@gmail.com