কখনো কখনো এমএস ওয়ার্ডে টেবল তৈরি করার পর তা পেজের বাইরে চলে যায় ডান পাশের বা বাম পাশের কিছু অংশ দেখা যায় না। এটা থেকে মুক্তি পেতে চাইলে প্রথমে টেবিলের ভিতরে যেকোন যায়গায় ক্লিক করে Table Menu >> Select >> Table এবার আবার Table Menu >> Auto Fit >> Auto fit to window দেখুনতো সবটা টেবিল পেজের ভিতরে চলে এসেছে কিনা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ