পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১২

ওয়ার্ডে আড়াআড়ি লিখুন...

ওয়ার্ডে ডকুমেন্ট তৈরি করার সময় বাম দিকে থেকে ডান দিকে না লিখে উপর থেকে নিচ অথবা নিচ থেকে উপরের দিকে লিখার প্রয়োজন হতে পারে। এর জন্য টেবিল এ লিখতে হবে অথবা টেক্স বক্স এনে তার ভিতরে লিখতে হবে। আড়াআড়ি লিখতে চাইলে Format Menu থেকে Text Direction এ ক্লিক করে যেমন ইচ্ছে সিলেক্ট করে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ