পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১২

ওয়ার্ডে বাংলা শব্দ লিখে স্পেস দিলেই অক্ষর পরিবর্তন হয়ে যায়?

নতুন করে অফিস সেটআপ দিলে দেখা যায়, বাংলা কোন শব্দ লিখে স্পেস দেয়ার সাথে সাথে অক্ষর পরিবর্তন হয়ে যায়। এটা বন্ধ করতে চাইলে Tools >>> Auto Correct Options এ গিয়ে যতগুলো টিক চিহ্ণ আছে সবগুলো টিক চিহ্ণ উঠিয়ে দিয়ে ওকে করুন। ব্যাস হয়ে গেলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ