পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৯ জুলাই, ২০২৪

স্ক্যান করার জন্য বিকল্প একটি সফটওয়্যার

 আমরা সচরাচর স্ক্যান করার জন্য স্ক্যানার ব্র্যান্ডের নির্ধারিত সফটওয়্যার ব্যবহার করে থাকি। ক্যানন হলে Canoscan, এইচপি হলে সেটার নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করি। সেগুলো ভালো, কিন্তু আমার কাছে তার

চেয়েও ভালো লেগেছে একটি সফটওয়্যার। এটা সম্পূর্ণ ফ্রি। এটাতে অনেক ভালো অপশন রয়েছে। ধরুন, একাধিক পৃষ্ঠার একটি ডকুমেন্ট স্ক্যান করছেন। কিন্তু হঠাৎ করে ভুলে গেলেন কোন পৃষ্ঠা পর্যন্ত স্ক্যান করেছেন । সম্পূর্ণ ডকুমেন্ট স্ক্যান করার পর দেখা গেলে একটি পাতা দুইবার স্ক্যান হয়ে গেছে অথবা কোনো একটি পাতা স্ক্যানই করা হয়নি। সেক্ষেত্রে পূনরায় শুরু করা খুবই বিড়ম্বনার বিষয়। এটাতে আপনি দেখতে পারবেন কোন কোন পাতা স্ক্যান হয়েছে। অথবা দুইবার হয়েছে কিনা। তারপর আপনি সেটাকে পিডিএফ আকারে সেভ করতে পারবেন। এছাড়াও আরো কিছু অপশন রয়েছে। এটা যেকোনো ব্র্যান্ডের স্ক্যানারের সাথে ব্যবহার করা যাবে।

ডাউনলোড করুন এই লিংক থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ