মোবাইল আর্থিক সেবা বা Mobile Financial Service (MFS) আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। এখন আমরা ঘরে বসেই বিভিন্ন ধরনের লেনদেন করতে পারি। এই সুবিধাগুলো দিনে দিনে বেড়েই চলেছে।
যেমন: বিকাশ একাউন্টে টাকা ক্যাশ ইন করার জন্য এখন আর দোকানে না গেলেও চলে। তেমনি আপনার বিকাশ একাউন্টে জমা থাকা টাকাগুলো আপনার ব্যাংক একাউন্টে জমা করার জন্যও ক্যাশ আউট করে ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। যদিও এই সুবিধা দুটি সব ব্যাংকের গ্রাহকরা পাচ্ছেন না তবুও শুরু যেহেতু হয়েছে সব ব্যাংকই এর আওতায় চলে আসবে।
** যারা মাস্টার কার্ড এবং ভিসা কার্ড (ডেবিট অথবা ক্রেডিট, যেকোনো ব্যাংকের) ব্যবহার করেন তারা সবাই নিজের কার্ড থেকে বিকাশ একাউন্টে টাকা আনতে পারবেন অর্থাৎ এড মানি করতে পারবেন। এটা সবচেয়ে সহজ প্রসেস। তাছাড়া নিজের একাউন্ট ছাড়াও অন্য যেকোনো একাউন্টে ক্যাশ ইন করতে পারবেন।
** যারা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেন তারা নিম্নের ব্যাংকগুলো থেকে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে বিকাশে এড মানি করতে পারবেন। এটা দুইভাবে করা যায়। ব্যাংকের নিজস্ব অ্যাপ অথবা ব্রাউজার ব্যবহার করে এবং বিকাশ অ্যাপ থেকে এ্যাড মানি অপশন থেকে।
১. বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
২. ব্র্যাক ব্যাংক
৩. সিটি ব্যাংক
৪. কমিউনিটি ব্যাংক
৫. ঢাকা ব্যাংক
৬. ইস্টার্ন ব্যাংক
৭. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
৮. যমুনা ব্যাংক
৯. মিডল্যান্ড ব্যাংক
১০. মধুমতি ব্যাংক
১১. মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
১২. এনসিসি ব্যাংক
১৩. এনআরবিসি ব্যাংক
১৪. এনআরবি ব্যাংক
১৫. ন্যাশনাল ব্যাংক
১৬. পদ্মা ব্যাংক
১৭. প্রাইম ব্যাংক
১৮. পূবালী ব্যাংক
১৯. সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক
২০. সোশ্যাল ইসলামী ব্যাংক
২১. সাউথইস্ট ব্যাংক
২২. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
২৩. সীমান্ত ব্যাংক
২৪. স্ট্যান্ডার্ড ব্যাংক
২৫. ট্রাস্ট ব্যাংক
২৬. ট্রাস্ট ব্যাংক
২৭. ইউনিয়ন ব্যাংক
** যাদের ইন্টারনেট ব্যাংকিং থেকে টাকা আনার সুবিধা নেই তারা সরাসরি বিকাশ অ্যাপ এর মাধ্যমে তাদের ব্যাংক থেকে টাকা আনতে পারবেন। ব্যাংকগুলো হলো:
১. অগ্রণী ব্যাংক
২. কমিউনিটি ব্যাংক
৩. ঢাকা ব্যাংক
৪. আইএফআইসি ব্যাংক
৫. সোনালী ব্যাংক
এবার আসি ব্যাংকে টাকা জমা দেয়ার বিষয়ে। বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ চার্জের বিনিময়ে আপনি রিক্সা ভাড়া দিয়ে ব্যাংকে না গিয়ে, লাইনে না দাড়িয়ে টাকা জমা করতে পারেন। এই চার্জ বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম। যেসব ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায় সেগুলো হলো:
১. অগ্রণী ব্যাংক
২. ব্র্যাক ব্যাংক
৩. সিটি ব্যাংক
৪. কমিউনিটি ব্যাংক
৫. ঢাকা ব্যাংক
৬. ইস্টার্ন ব্যাংক
৭. আইএফআইসি ব্যাংক
৮. সোনালী ব্যাংক
*** এটা কোনো বিজ্ঞাপন নয়। শুধুমাত্র নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম।
ব্যাংক টু বিকাশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ