পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

আইবাস++ থেকে একটি দপ্তরের সারা বছরের খরচের হিসাব এবং একজন কর্মচারীর সারা বছরের বেতন ভাতাদির বিবরণী ( Salary Statement) বের করার উপায়

 IBAS++ সফটওয়্যার থেকে একটি অফিসের সারা অর্থবছরের মাসভিত্তিক হিসাব এবং একজন কর্মকর্তা/কর্মচারীর সারা অর্থবছরের মাসভিত্তিক বেতনের বিস্তারিত বিবরণী যা আয়কর রিটার্ন দাখিলের সময় সংযুক্ত করে দিতে হয় সেটা খব সহজেই বের করা যায়।

এর জন্য প্রথমেই ডিডিও  আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে Accounting Module এ প্রবেশ করত হবে। 

এবার একজন ব্যক্তির মাসভিত্তিক বেতনের বিবরণী প্রিন্ট নিতে চাইলে নিচের ধাপসমূহ অনুসরন করতে হবে:

১। Report search by NID

২। যে অর্থবছরের বেতন বিবরণী প্রয়োজন সেই অর্থবছর সিলেক্ট করতে হবে। উল্লেখ্য, ইএফটি যে মাস  থেকে চালু হয়েছে তার পূর্বের কোনো তথ্য পাওয়া যাবেনা। 

৩। জাতীয় পরিচয়পত্র নম্বর এন্ট্রি করতে হবে। ১৭ ডিজিট অথবা ১০ ডিজিট

৪। যে ভাষা এবং যে ফরেমেটে ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করতে হবে। 

৫। এবার Run Report এ ক্লিক করলেই কাংখিত বেতন বিবরণী পাওয়া যাবে। প্রিন্ট করা যাবে, চাইলে ডাউনলোড করেও রাখা যাবে। 


একটি দপ্তরের মাসভিত্তিক খরচের হিসাব কোডওয়াইজ পেতে চাইলে নিচের ধাপসমূহ অনুসরণ করতে হবে:

Consolidation Report ক্লিক করতে হবে

Reports এর ড্রপডাউন মেন্যু হতে Month-wise detailed account (DDO Wise) সিলেক্ট করতে হবে

অর্থবছর সিলেক্ট করতে হবে

মাস সিলেক্ট করার ক্ষেত্রে যেকোনো মাস সিলেক্ট করলে পুরো অর্থ বছরের হিসাব একসাথে মাসওয়াইজ পাওয়া যাবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ