পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল

যারা অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতে চান তারা গাইডলাইনগুলো ভালো করে পড়ে নিন। ডাউনলোড লিংক


প্রথমেই প্রয়োজন হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড।
এই আইডি আপনার টিন সার্টিফিকেট খোলার জন্য যেটা দিয়েছিলেন সেটা থেকে ভিন্ন। অর্থাৎ নতুনভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য এই লিংকে ক্লিক করুন


এপ্লিকেশন ফরম ডাউনলোড করতে হবে এখান থেকে। ফরমটি ডাউনলোড করে ফিল আপ করে স্বাক্ষর দিয়ে স্ক্যান করে আপলোড করতে হবে।


আবেদন করার জন্য যা যা প্রয়োজন:

Required attachment documents when register account online (Total size of uploaded documents should not exceed 1 Mb): সবগুলো ডকুমেন্ট এর সফট কপির সাইজ ১ মে.বা এর বেশি হওয়া যাবে না


1. Scan version of TIN Certificate টিন সার্টিফিকেট এর সফট কপি

2. Scan version of National ID/Incorporation Certificate/Passport. যেকোনো একটি আইডি-র স্ক্যান কপি

3. Scan of Filled up Online Account Registration Application form. আবেদন ফরম পূরণপূর্বক স্ক্যান কপি

4. Recent Passport-sized photograph (If you are individual or other company taxpayer). সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি

এই কাজগুলো করার জন্য ইন্টারনেট এক্সপ্লোরার অথবা মজিলা ফায়ারফক্সের পুরাতন ভার্সন যেমন: 35.0 অথবা এর আগের ভার্সন করতে হবে। (ডাউনলোড করতে এখানে ক্লিক করুন)

এটা একটা জটিল প্রক্রিয়া। কিভাবে ব্রাউজার সেটআপ করতে হবে সেটাও গাইডলাইনে দেওয়া আছে। ভালভাবে পড়ে সেটআপ করে নিতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ