পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭

এনড্রয়েড ফোনকে অন্য কোন ডিভাইসের সাথে কানেক্ট করার এর চেয়ে সহজ উপায় আমার জানা নেই

এনড্রয়েড ফোনকে পিসি, ট্যাবলেট কিংবা অন্য কোন ফোনের সাথে কানেক্ট করার ১০১ টা সফটওয়্যার রয়েছে।সেগুলো পিসিতে ইন্সটল করতে হয়। তার সাথে যেই মোবাইল ফোনটিকে কানেক্ট করা হবে সেই ফোনে একটি
সফটও্য়্যার ইন্সটল করতে হয়।আর প্রয়োজন হয় ডাটা ক্যাবল। আমি যে পদ্ধতির কথা বলব সেটি এর চেয়ে আরেকটু সহজ।

ConnectMe-File Transfer 
এই সফটওয়্যারটি প্লে স্টোর থেকে মোবাইলে ইন্সটল করে নিতে হবে। পিসিতে কোন সফটওয়্যার লাগবে না। লাগবে না কোন ডাটা ক্যাবল।
https://play.google.com/store/apps/details?id=cn.m15.connectme&hl=en

এই লিংক থেকে এ্যাপটি ফোনে ইন্সটল করে ওপেন করতে হবে।

দুইটি অপশন পাওয়া যাবে। 
১. WiFi : যদি আপনার পিসি/ট্যাব কিংবা অন্য মোবাইল যার সাথে আপনার এনড্রয়েড ফোনটি কানেক্ট করবেন সেটি কোন  WiFi এর সাথে কানেক্টেড থাকে সেক্ষেত্রে এই মোড সিলেক্ট করতে হবে। এবার পিসি/ট্যাব কিংবা অন্য মোবাইলটিকেও সেই একই WiFi এর সাথে কানেক্ট করে নিন। 

২. Wireless AP: যদি কোন WiFi কানেকশান না থাকে সেক্ষেত্রে এই মোড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাখে সাথে একটি হটস্পট তৈরি হবে। আপনার পিসিতে সেই হটস্পটে কানেক্ট করুন। কোন পাসওয়ার্ড
 লাগবে না। 

যেকোন একটি পদ্ধতি অবলম্বন করার পর
ফোনে চালু করা এ্যাপ এ দেয়া এড্রেসটি (যেমন: 192.168.43.1:9999) আপনার পিসি-র যেকোন ব্রাউজার (মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম ইত্যাদি) খুলে এড্রেস বারে টাইপ করে এন্টার বাটন চাপুন। অনুমতি চাইলে ফোন এবং পিসি দুটুতেই অনুমতি দিয়ে দিন। ব্যাস এবার আপনার ফোনের সব কনটেন্ট পিসি থেকে ব্রাউজ করতে পারবেন। 

কী কী করা যাবে???
অনেক কাজই করা যাবে.....যেমন
১. ছবি, গান এবং ভিডিও আপলোড করা, ডাউনলোড করা কিংবা চালু করা, দেখা
২. এ্যাপ সরাসরি পিসি থেকে ইন্সটল এবং আনইন্সটল
৩. সামনের এবং পেছনের ক্যামেরা ব্যবহার করে দূরের রিয়েল টা্ইম ভিডিও দেখা
৪. মোবাইলের সব ধরণের ফাইল পিসিতে ট্রান্সফার এবং পিসি থেকে ফোনে ট্রান্সফার
৫. ফোনবুক থেকে কন্টাক্ট ডিলিট করা এবং নতুন কন্টাক্ট যোগ করা
৬. এসএমএস টাইপ করে পিসি থেকেই যতজনকে ইচ্ছে একসাথে পাঠানো, ডিলিট করা
৭. ফোনবুকে থাকা কন্টাক সিলেক্ট করে কল এ ক্লিক করে নম্বর ডায়াল করা, ফোন এ স্পর্শ না করেই
৮. েফোনের নোটিফিকেশন পিসিতে দেখা
আরো জানতে এখানে দেখুন

৩টি মন্তব্য:

  1. ফাটাফাটিি ইনোভেশন...ধন্যবাদ ভাই,---সাকির রংপুর থেকে

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ সাকির ভাই
    আসলেই ভাল একটি সফটওয়্যার। আমার বেশ ভাল গেলেছে

    উত্তরমুছুন
  3. রউফ ভাই আমার অফিসে ব্রডব্যান্ড সংযোগ আছে আমি আমার নিজস্ ল্যাপটপে সেটা ব্যভহার করি সেখান থেকে কিভাবে আমার মোবাইলে ব্যভহার করা যায়

    উত্তরমুছুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ