আপনি যদি কোন Facebook page এর এডমিন হয়ে থাকেন তাহলে যারা আপনার পেজটি ভিজিট করেন তার সচরাচর আপনার পেজ এ পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি মনে হয় এ্ পোস্ট/ছবি/ভিডিও আপনার জন্য বিরক্তিকর কিংবা বিব্রতকর তবে খুব সহজেই আপনি তাদের পোস্টগুলো নিয়ন্ত্রন করতে পারেন।
আপনি ইচ্ছে করলে ভিজিটরদের পোস্ট করা থেকে বিরত রাখতে পারেন অথবা তাদের পোস্টগুলো আপনি রিভিউ করে পাবলিশ করতে পারেন।
এটা করতে চাইলে প্রথমেই আপনার পেজটিতে এডমিন হিসেবে লগ ইন করুন
Settings এ ক্লিক করুন
: এই অপশনটি সিলেক্ট করা থাকলে আপনার পেজে ভিজিটরগণ ছবি এবং ভিডিও পোস্ট করতে পারবেন
এই অপশনটি সিলেক্ট করলে থাকলে ভিজিটরদের পোস্টগুলো সরাসরি পেজ এ প্রদর্শিত হবে না। আপনার রিভিউ লাগবে। অর্থাৎ আপনি আগে দেখবেন। যদি প্রয়োজন মনে করেন তখন এপ্রোভ করবেন। তারপর আপনার পেজ এ সেই পোস্ট প্রদর্শিত হবে।
Disable posts by other people on the Pageএই অপশনটি সিলেক্ট করলে কেউ আপনার পেজ এ পোস্ট করার সুযোগ পাবেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ