পৃষ্ঠাসমূহ

রবিবার, ১২ জুলাই, ২০১৫

এখন পর্যন্ত প্রকল্পের চাকুরিকালের সাথে রাজস্বখাতের চাকুরিকাল একত্রে গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দেয়ার সুযোগ নেই

এখন পর্যন্ত প্রকল্পের চাকুরিকালের সাথে রাজস্বখাতের চাকুরিকাল একত্রে গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দেয়ার সুযোগ নেই আর সেজন্য ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এর কার্যালয়, রাজশাহী হতে গত ২৬/০৬/২০১৫ তারিখে একটি পত্র জারী করা হয়েছে। আর যারা ইতমধ্যে এ সংক্রান্ত সুবিধা নিয়েছে তারা ফেরত দিতেও নির্দেশনা দেয়া হয়েছে। এ সংক্রান্ত পত্রটি ডাউনলোড করে দেখে নিতে পারেন
এখান থেকে

ডাউললোড করতে লিংক এর উপর মাউসের ডান বাটনে ক্লিক করে Save link as অথবা save target এ ক্লিক করুন লোকেশন দেখিয়ে সেভ করে নিন।

২টি মন্তব্য:

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ