পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৪ মে, ২০১৫

সরকারি কাজে বাংলা ইউনিকোড ফন্ট ব্যবহার নিশ্চিতকরণ

সরকারি দপ্তরসমূহের সকল কাজে কম্পিউটারে বাংলা ব্যবহার দ্রুত প্রমিতকরণের লক্ষে বাংলা ইউনিকোডের  ব্যবহার নিশ্চিতকরণের নিমিত্ত মন্ত্রীপরিষদ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা রয়েছে। এই
নির্দেশনা অনুযায়ী কম্পিউটারে বাংলা লেখার জন্য অভ্র সফটওয়্যার এবং নিকস ব্যবহার করতে হবে। এছাড়াও আরো কয়েকটি ফন্ট উল্লেখ করা আছে। নির্দেশনা পত্র, সফটওয়্যার এবং ফন্টসমূহ ডাউনলোড করুন নিচের লিংক থেকে

** নির্দেশনাপত্র

** বাংলার ব্যবহার দ্রুত প্রমিতকরণ আইন

** অভ্র সফটওয়্যার ডাউনলোড

** ইউনিকোড ফন্টসমূহ ডাউনলোড

বাংলা ফন্ট ও সফটওয়্যার সংক্রান্ত আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 

যারা অভ্র ব্যবহার করতে সাচ্ছন্দ বোধ করেন না অর্থাৎ এতদিন যাবত বিজয় সফটওয়্যার ব্যবহার করে আসছেন তারা বিজয় ব্যবহার করেই ইউনিকোড ফন্ট দিয়ে বাংলা লিখতে পারেন। সেক্ষেত্রে বিজয় ক্লাসিক এর পরিবর্তে বিজয় ইউনিকোড সিলেক্ট করে নিতে হবে। শর্টকাট উপায়ে Ctrl+Alt+B না দিয়ে Ctrl+Alt+V চাপলেই বিজয় ইউনিকোড সিলেক্ট হয়ে যাবে। তবে বিজয় 2003 এর এটি কাজ করবে না। উল্লেখ্য SutonnyOMJ একটি ইউনিকোড ফন্ট।

৩টি মন্তব্য:

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ