পৃষ্ঠাসমূহ

রবিবার, ১০ মে, ২০১৫

Android ফোন / ট্যাবে বাংলা লিখুন বিজয় প্ল্যাটফরমে

যারা কম্পিউটারে বিজয় কীবোর্ডে টাইপ করে অভ্যস্ত তাদের জন্য ফনেটিক কীবো্র্ডে টাইপ করা বেশ ঝামেলার। তাছাড়া পুরাতন টাইপিং স্টাইল এর বদলে নতুন স্টাইলে টাইপ করাও বিড়ম্বনা। যেমন তোমার টাইপ করতে প্রথমে -ে-কার তারপর ত এবং শেষে া-কার টাইপ করার পরিবর্তে ত আগে লিখে ও-কার দিতে হলে বিরক্তিকরই মনে হবে। এই ঝামেলা থেকে মুক্তি দিতে আনন্দ কম্পিউটারের বিজয় কীবোর্ড অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। 
ডাউনলোড করুন এখান থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ