আজ ১৯ জানুয়ারি ২০১৫ তারিখ আমার ব্লগ “জানতে হলে জানাতেও হবে“ ২ লক্ষ ভিজিটরের পদচারনায় ধন্য হলো। ধন্য হলাম আমি। ভালবাসায় সিক্ত হলাম আমার ব্লগের ভিজিটরদের দ্বারা যারা আমার ব্লগটাকে ভিজিট করে ভিজিটরের সংখ্যা একটা বড় অংকে পৌঁছে দিলেন। কৃতজ্ঞ সেসকল মানুষদের প্রতি যারা একবার হলেও ভিজিট করেছেন আমার এই ব্লগ। অনেকে জানতে চেয়েছেন আবার আমার ব্লগের মাধ্যমে জানাতেও চেয়েছেন। যারা জানতে চেয়েছেন তাদের জানাতে গিয়ে আমি নিজে জানতে হয়েছে। এই চক্র নিয়েই আমার পথচলা। সবার নিকট দোয়া কামনা করছি আমার এই পথচলা যেন থেমে না যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ