সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকদের উন্নীত বেতনে স্কেলে বেতন নির্ধারণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে 26.01.2015 তারিখে একটি তাগাদাপত্র মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে।
আজ ১৯ জানুয়ারি ২০১৫ তারিখ আমার ব্লগ“জানতে হলে জানাতেও হবে“ ২ লক্ষ ভিজিটরের পদচারনায় ধন্য হলো। ধন্য হলাম আমি। ভালবাসায় সিক্ত হলাম আমার ব্লগের ভিজিটরদের দ্বারা যারা আমার ব্লগটাকে ভিজিট করে ভিজিটরের সংখ্যা একটা বড় অংকে পৌঁছে দিলেন। কৃতজ্ঞ সেসকল মানুষদের প্রতি যারা একবার হলেও ভিজিট করেছেন আমার এই ব্লগ। অনেকে জানতে চেয়েছেন আবার আমার ব্লগের মাধ্যমে জানাতেও চেয়েছেন। যারা জানতে চেয়েছেন তাদের জানাতে গিয়ে আমি নিজে জানতে হয়েছে। এই চক্র নিয়েই আমার পথচলা। সবার নিকট দোয়া কামনা করছি আমার এই পথচলা যেন থেমে না যায়।
সন্তান কর্তৃক পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার একটি আইন প্রনয়ণ করেছে। কোন পিতা মাতা এই আইনের দ্বারস্থ হবেন কিনা আমরা জানিনা। তারা যত কষ্টেই থাকেন না কেন সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে কাঠগড়ায় দাঁড় করাতে চান না। তারপরও যদি কোন পিতা-মাতা মনে করেন আইনের মাধ্যমে তাদের অধিকারটা যেন নিশ্চিত হয় তাদের জন্যই এই আইন।
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৪ এর ফলাফল প্রকাশের পূর্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এনড্রয়েড ফোনে সহজে ফলাফল দেখার জন্য একটি এপ (Apps) তৈরি করে গুগল প্লে স্টোরে পাবলিশ করেছিল। এটা ব্যবহার করে অনেকেই ফলাফল দেখেছেন। আমি নেটওয়ার্ক সমস্যার কারণে এই এপসটি সবার সাথে শেয়ার করতে পারিনি। যদি কেউ আগ্রহ বোধ করেন তবে ডাউনলোড করতে পারেন। তবে আগামি বছরের জন্যও ডাউনলোড করে রেখে দিতে পারেন।
ছবি, অডিও, ভিডিও, বিভিন্ন রকমের ডকুমেন্ট কত কিছুই না সংরক্ষণ করার প্রয়োজন হয় আমাদের। এ নিয়ে টেনশনের যেন শেষ নেই। নিজের কম্পিউটার থাকলে সেটার হার্ডডিস্কে রাখা যায় কিন্তু যেকোন সময় হার্ডডিস্ক ক্র্যাশ করতে পারে, পেনপড্রাইভে কিংবা সিডি/ডিভিডি-তে রাখা যেতে পারে কিন্তু সেটাও যেকোন সময় হারিয়ে
সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলী নীতিমালা ১২.০১.২০১৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রেরণ করা হয়েছে। ডাউনলোড করতে নিচের লিংক এ ক্লিক করুন
জনপ্রশাসন মন্ত্রনালয় ২৯ ডিসেম্বর ২০১৪ তারিখে সরকারি দপ্তরে শূন্যপদে নিয়োগের জন্য মডেল ফরম প্রবর্তন করেছে। এখন থেকে সকল দপ্তরকে এই ফরম অনুসারে চাকরিপ্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করতে হবে। এই ফরম ছাড়া প্রাথমিকভাবে অন্য কোন কাগজপত্র চাওয়া হবেনা। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার তথ্য যাচাই করা হবে। এত এত কাগজ ফটোকপি আর সত্যায়িত করার ঝামেলা আর পোহাতে হবেনা বলে আশা করা যাচ্ছে। ডাউনলোড করে দেখে নিন মডেল ফরমটি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উন্নীত বেতনস্কেলে বেতন নির্ধারণের ফরম যা কোন এক সূত্র হতে ৪.১.২০১৫ তারিখে পাওয়া গেছে যা এখান থেকে ডাউনলোড করা যাবে(পিডিএফ ফরমেট)
বি:দ্র: এই ফরম প্রদানে শিক্ষা প্রশাসন কিংবা হিসাবরক্ষণ অফিসে কোন কোন ধরণের পত্র পাওয়া যায়নি। শুধুমাত্র ব্যক্তিগতভাবে মেইলে সংগ্রহ করে এখানে দেওয়া হলো। ফরমটিতে জেলা হিসাবরক্ষণ অফিস, ময়মনসিংহ-র সংশ্লিষ্টতা আছে বলে মনে হয়। দয়া করে নিজ দায়িত্বে যাচাই করে নিন।
বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা,২০১৪ (১৮ সেপ্টেম্বর ২০১৪) ডাউনলোড করতে লিংক এর উপর মাউসের ডান বাটনে ক্লিক করে Save Link As... অথবা Save target as এ ক্লিক করে সেভ করে নিন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মরত ব্যক্তিবর্গের পদমর্যাদা নিয়ে প্রায়শই বিভ্রান্তির সৃষ্টি হয়। অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তাই এখনই ডাউনলোড করে দেখে নিন কার কতটুকু পদমর্যাদা রয়েছে, কার কার পদমর্যাদা সমান।