পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

Facebook এ আপনার জন্মসাল লুকিয়ে রাখতে পারেন সহজেই

অনেকেই নিজের বয়স লুকিয়ে রাখতে পছন্দ করেন। জন্ম তারিখ অনেকেই জানতে পারে কিন্তু জন্মসাল না জানানো দোষের কিছু নয়। তাই ফেসবুক থেকেও জন্মসালটা লুকিয়ে রাখুন।

নিচের ধাপগুলো অনুসরন করুন:

User ID এবং Password দিয়ে Log in করুন

আপনার নামের উপর ক্লিক করে Update Info তে ক্লিক করুন অথবা অথবা সরাসরি Edit Profile এ ক্লিক করুন

  • Contact and Basic Info  এ ক্লিক করুন

এবার নিচের দিকে দেখুন Date of Birth রয়েছে এর যান পাশে কার্সর নিলে Edit দেখাবে। Edit এ ক্লিক করুন

এবার দুইটি লাইন দেখা যাবে।

এক লাইনে দিন ও মাস এবং নিচের লাইনে রয়েছে সাল।

সালের ডানপাশে গোল একটি গ্লোব এবং ড্রপডাউন এরো রয়েছে।

তার উপরে ক্লিক করে Only Me ক্লিক করুন।

এবার Save Changes এ ক্লিক করুন।

আপনার কাজ শেষ। ধন্যবাদ সাথে থাকার জন্য।

ভাল লাগলে মন্তব্য করতে পারেন।


Tags: 

How do I hide my birth year from everyone?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ