অনেকেই নিজের বয়স লুকিয়ে রাখতে পছন্দ করেন। জন্ম তারিখ অনেকেই জানতে পারে কিন্তু জন্মসাল না জানানো দোষের কিছু নয়। তাই ফেসবুক থেকেও জন্মসালটা লুকিয়ে রাখুন।
নিচের ধাপগুলো অনুসরন করুন:
User ID এবং Password দিয়ে Log in করুন
আপনার নামের উপর ক্লিক করে Update Info তে ক্লিক করুন অথবা অথবা সরাসরি Edit Profile এ ক্লিক করুন
এবার দুইটি লাইন দেখা যাবে।
এক লাইনে দিন ও মাস এবং নিচের লাইনে রয়েছে সাল।
সালের ডানপাশে গোল একটি গ্লোব এবং ড্রপডাউন এরো রয়েছে।
তার উপরে ক্লিক করে Only Me ক্লিক করুন।
এবার Save Changes এ ক্লিক করুন।
আপনার কাজ শেষ। ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল লাগলে মন্তব্য করতে পারেন।
Tags:
নিচের ধাপগুলো অনুসরন করুন:
User ID এবং Password দিয়ে Log in করুন
আপনার নামের উপর ক্লিক করে Update Info তে ক্লিক করুন অথবা অথবা সরাসরি Edit Profile এ ক্লিক করুন
- Contact and Basic Info এ ক্লিক করুন
এবার দুইটি লাইন দেখা যাবে।
এক লাইনে দিন ও মাস এবং নিচের লাইনে রয়েছে সাল।
সালের ডানপাশে গোল একটি গ্লোব এবং ড্রপডাউন এরো রয়েছে।
তার উপরে ক্লিক করে Only Me ক্লিক করুন।
এবার Save Changes এ ক্লিক করুন।
আপনার কাজ শেষ। ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল লাগলে মন্তব্য করতে পারেন।
Tags:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে নাম এবং ইমেইল আইডি লিখে মন্তব্য করুন। ধন্যবাদ